Hingsar Agun | হিংসার আগুন | Iqbal hossain | ইকবাল হোসাইন |
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- গানঃ হিংসার আগুন (Hingsar Agun)
শিল্পীঃ ইকবাল হোসাইন (Iqbal Hossain)
কথা ও সুরঃ ইকবাল হোসাইন (Iqbal Hossain)
অ্যালবামঃ মানবতার গান (Manobatar Gaan)
আডিওঃ মাহফুজ মামুন (Mahfuz Mamun)
ভিডিও সাহযোগিতায়ঃ আলফাজ হোসেন (Alfaz Hossen)
ভিডিওঃ 2itune Studio
Hingsar Agun | হিংসার আগুন | Iqbal hossain | ইকবাল হোসাইন
Please Flowing the Facebook page
/ artistiqbalhossain
Please Subscribe My RUclips channel
/ @iqbalhossainsong
গানের কথাঃ
যদি তোমাদের হিংসার আগুনে
জ্বলে পুড়ে হই ছাঁই।
যদি তোমাদের আক্রোশ ঝড়ে
চুরমার হয়ে যাই,
যদি তোমাদের পথের কাটা
মনে করো আমাদের,
ষড়যন্ত্রের জাল বুনে নাও
প্রস্তুতি যুদ্ধের।
যদি আমাদের ফাঁদে আটকাতে
খুঁজো নানান উপায়
সোজা পথে হেরে বাঁকা পথে নাও
চাতুরীর আশ্রয়।
যদি পৃথিবীর প্রতিটি কোনায়
গড়ে তোল কারাগার,
যদি আমাদের সব রসদের
বন্ধ করো দ্বার।
যদি বুলেটের আঘাতে বসতি
কেপে ওঠে থরথর।
তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারেবার।
না-রয়ে তাকবির, আল্লাহু আকবর।*
গুম হয়ে গেছে ভাই আমার
তবু পথ চেয়ে থাকি বসে,
শহীদ আবরার হয়ে
সে যদি ফিরে আসে!
পিতা-মাতা হারিয়ে
অবুঝ শিশু কেঁদে কয়,
বিচার করো হে প্রভু,
আমি নালিশ দিয়ে যাই।
নর পিশাচ ও শিমারের দল
জাননা এই খবর।
আমরাতো সেই উত্তরসুরী
বেলাল ও সুমাইয়ার।
মুমিনের কাছে ইমানের চেয়ে
দামী নেই কিছু আর।
শত আঘাতেও তাকবির ধ্বনি
তুলবো বারেবার।।
মেরেছো অনেক সয়েছি ব্যাথা
ঝরেছে রক্ত কত!
তবু জিহাদের ডাক আসে যদি
নাশুকাতেই ক্ষত।
ঘরে বসে কেউ রইবো নাকো
ঠুনকো অজুহাতে।
যাবো রাজপথে জীবন বিলাতে
আলী হামজার মত।।
মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে
তিতুমীর।।
প্রয়োজনে ফের বাসের কেল্লা গড়বে
নবীন বীর।
ভুলে যাবো দল কে কোন মতের
একজন্যই রাহবার,
একটাই সে শ্লোগান হবে
আল্লাহুআকবর।।
যদি এই আঙ্গিনাতে
অবাঞ্ছিত হয়ে রই
স্বাধীন এই জনপদে
যদি শৃঙ্খলিত হই।
সত্যের পথে চলা
যদি বড় অপরাধ হয়
সেই অপরাধে অপরাধী হবো
করিনা সাজার ভয়।
যদি সমাজে চেতনার নামে
ছড়াও মিথ্যাচার,
আবারও যদি বন্দী করো
শত পাখি কোরানের,
যদি আবারও ফাঁসি হয় কারো
শহীদি কাফেলার,
তবু স্লোগানে একটাই ধ্বনি
তুলবো যে আবার।।
#hingsaragun #iqbalhossain #হিংসার_আগুন #banglasong #islamicsong #nasheed
কখনো ভাবিনি নিজে গান লিখবো, সেই গানে সুরারোপ করবো, আবার তা শিল্পীদের মত করে গাইবো। সাধারণত আমাদের অঙ্গনে শিশু কালেই একজন শিল্পীর প্রতিভা ফুটে ওঠে বা আমরা ফুটিয়ে তুলি। শিশু জন্মের ২/৫ বছরের মধ্যে তাঁর ডাক-চিক্কোর শুনে আমরা ধরেই নিই, 'এ শিল্পী হলো বলে'! আমার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। অনার্স ১ম বর্ষে ভর্তি হওয়া পর্যন্ত আমার ভিতর শিল্প-সংস্কৃতির চর্চার ছিটে ফোঁটা পর্যন্ত কেউ লক্ষ্য করেনি। কিছু শুভাকাঙ্ক্ষী আমার ভিতর নাকি কি রকম সুপ্ত প্রতিভা দেখতে পান।
আমাকে একরকম জোরাজোরি করে যশোরের ঐতিহ্যবাহি 'তরঙ্গ শিল্পী গোষ্ঠী'তে ভর্তি করিয়ে দেন। ভর্তি হলাম নাট্য বিভাগে। বরাবরই আমার মনে হতো আমাকে দিয়ে আর যাইহোক অন্তত গান হবেনা। কিন্তু সবাই বলাবলি শুরু করলো যে, 'আমাকে দিয়ে গানই হবে'। কিছুদিন যেতে না যেতেই দায়িত্বশীলরা কোরাস গানে আমাকে লিড ভোকালিস্ট হিসেবে মঞ্চে উঠানো শুরু করলেন। আমি অভিনয়ে স্বাচ্ছন্দ বোধ করি তাই একই সাথে গান এবং অভিনয় দুটোতেই পারফর্ম করতে থাকলাম! সংস্কৃতির এ জগতে দীর্ঘদিন থাকার ইচ্ছে একেবারে ছিলোনা। জাস্ট ছাত্র জীবনটা। কিন্তু সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় অসংগতিগুলো আমাকে গান ছাড়তে দিলোনা। আমার দেশ, আমার ধর্মকে, আমার সংস্কৃতিকে, আমার সুখে হিংসুক গোষ্ঠীর হিংসা আমাকে আরো বেশি সক্রীয় করে তুলেছে! লুণ্ঠিত মানবতা, নির্যাতিত, নিষ্পেষিত বিশ্ব মুসলিম আমাকে যেন বারবার ডেকে ডেকে বলছে, "গা- ইকবাল গা, গলা ছেড়ে গা। গাইলাম হিংসার আগুন
অসাধারণ একটা সংগীত পরিবেশন করেছেন
শুকরান জাযাকুমুল্লাহ খায়ের প্রিয় ভাই
ইতি মধ্যে গানটা বেশ জনপ্রিয় হয়ে গেছে, একটি গান মনের অনেক পরি বর্তন করতে পারে, গানটা বাংলাদেশে নজির হয়ে থাকবে।শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া।
রাইট
এটা গান না গজল
অন্যরকম এক আকর্ষণ কাজ করে গানটা শুনার জন্য। অনেকবার শুনে ফেলছি।
গানটি সবার কাছে পৌঁছে দিন
অসম্ভব সুন্দর একটি গান যত শুনি তত ভালো লাগে। আল্লাহ তায়ালা দুুনিয়া ও আখিরাতে আপনাকে উত্তম বিনিময় দান করুন।
আমীন। আপনার জন্য ভালোবাসা রইলো।
ঈমান জাগানিয়া কন্ঠ। মুহিব খানের প্রতিচ্ছবি। এগিয়ে যাওয়ার আহ্বান থাকলো।
দোস্ত, তোর গানটা শোনার সাথে সাথেই অন্য রকম একটা অনুভূতি পেলাম। অসাধারণ। আল্লাহ তোর সকল প্রত্যাশা পূরণ করুক। তোর জন্য দোয়া ও শুভকামনা রইল।
আমীন
@@obaidulhaque9489..
Wow
আমিন
আমীন
এমন সংগীত উপহার দেওয়ার জন্য ।জাযাকুমুল্লাহু খাইরান।
আল্লাহ আমাদের কাজগুলো সহজ করে দিন
ভাই, প্রথম আগমনেই চমকে দিয়েছেন। আল্লাহ আপনার কন্ঠে যেন সুর ও জোশ দুটোই দিয়েছেন। এই ধরনের গান আরো চাই......
অসাধারণ, মন ছুঁয়ে যাই।
অসাধারণ ভাই।
সত্যিই ভাইয়া ভাষা প্রকাশ করা মতো নেই ☺️
কি বলবো বুঝতে পারছি না , এককথায় অসাধারণ অনবদ্য গায়কী ❤️ ।। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক 😍😍😍😍 ।।
মাশআল্লাহ কতোবার যে শুনেছি তার হিসেব নেই,,,,অসাধারণ ঈমান জাগানিয়া গান,,
মা শা আল্লাহ্! এক বজ্রদীপ্ত কণ্ঠের সংগীত। আল্লাহু আকবার!
আল্লাহ কবুল করে নিন
মাশাআল্লাহ
অসাধারণ!শিল্পীকে হাজার সালাম এমন একটি গান উপহার দেয়ার জন্য।
Jazakumllah
গান টা শোনার পর , আপনাকে খুব জানতে ইচ্ছে করছে তারপর ও ভালবাসি ভাই আপনাকে ।
জাজাকাল্লা খাইরন
facebook.com/iqbalhakond
মাশা আল্লাহ, গানের কথা গুলো এতো শক্তিশালী কলিজায় কম্পন সৃষ্টি করে।
দৃঢ় হোক তাকওয়া! সাথে থাকুন প্রিয়ভাজন। গানটি প্রিয়জনকে শেয়ার করুন।
মাশা আল্লাহ। বহুদিন পর তেজোদ্দীপ্ত একটা গান শুনতে পেলাম। আমার জিবনের সেরা গান।
💕💕💕
অসাধারণ কথামালার সমন্বয়ে জাদরেল কণ্ঠে গাওয়া একটা সংগীত। অনেকদিন পর এমন সংগীত শুনলাম।
কি এক সৃষ্টি,
যত শুনি ততই শুনতে ইচ্ছে করে।
আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ অসাধারণ একটা গান শুনে কলিজার টুকরো ভাইয়ের জন্য দোয়া করি মহান আল্লাহ তায়ালা আপনাকে দ্বীনের পথে, ও সুস্থ সুন্দর নিরাপদ জীবন দান করুন আমীন
সবাইকে অনুরোধ করবো গানটি বেশি বেশি শেয়ার করে ভাইরাল করুন, ইকবাল হুসাইন ভাই যেন আরও উৎসাহ নিয়ে আমাদের কে আরও গান উপাহার দিতে পারে
yes
মুহিব খানের খুরাস পেলাম। খুবই ভাল হয়েছে বিপ্লবী গাণটা। এরকম আরো গাণ চাই।
মা- শা আল্লাহ। বহুদিন পর তেজোদ্দীপ্ত একটা গান শুনতে পেলাম।
ধন্যবাদ ভাইয়া
আল্লাহু আকবার।
মাশাআল্লাহ আপনার লিরিক, শব্দ গঠন, উপস্থাপনা হৃদয় আলোড়ন করে গেল।
অসাধারণ একটা সংগীত। ইমান শক্তিতে বলিয়ান হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দান করুক।
আমীন ইয়া রব্বী
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত যতগুলো ইসলামিক গান শুনছি তার মধ্যে প্রথম স্থান অধিকারকারী গান আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা লিল্লাহি তাকবীর
আমাদের গানগুলো ইমান শানিত করার উপকরণ হয়ে পৌঁছে যাবে সবার কাছে ইনশাআল্লাহ।
@@IqbalHossainSongভারতের কর্ণাটক এর ঘটনা মনে পড়ে গান টি শুনলে
সত্যি ভাই আপনার গানটা যতই শুনি ততই শরীরের লোম গুলো শিউরে উঠে।
সত্যিই অসাধারণ।
অসাধারণ কথা আর অসাধারণ গায়কীতে আসলেই অসাধারণ হয়েছে।
জাযাকুমুল্লাহ খায়ের
মাশা-আল্লাহ,
বহুদিন পর একটা অসাধারণ সঙ্গতি পেলাম।
ধন্যবাদ ভাইয়া। গানগুলো ছড়িয়ে যাক বিশ্বময়
গানটা যে কতবার শুনেছি তার কোনো হিসাব নাই,বার বার শুনতেই ভালো লাগে ঈমানে একটা জোশ আসে
আমারও একেই অবস্থা।
আল্লাহ আকবার ,,, অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া আপনাকে এমন একটা তেজদীপ্ত সংগীতের জন্য
ধন্যবাদ ভাই।
প্রতিবাদী গানটা অসাধারণ হয়েছে ,যে রকম গান ঠিক সেরকমই উপস্থাপনা মাশাআল্লাহ
ধন্যবাদ ভাই। গানগুলো প্রিয়জনকে শেয়ার চাই
গান নয় যেন আগুন 👌 কলকাতা থেকে ভালোবাসা ❤️
👉🇧🇩♥️
গানগুলো ছড়িয়ে দিন বিশ্বময়
❤❤❤
😊
SIO ভাইদের সালাম
ভাই,
আপনি গেয়ে যান। আল্লাহ আপনার দারাজ কন্ঠের মাধ্যমে জাতীকে আরও ভালো কিছু দিবেন বলে প্রত্যাশা।
আমিন
ইনশাআল্লাহ। গানগুলো ছড়িয়ে যাক বিশ্বময়
মুমিন হৃদয়ে উদ্দীপনা সৃষ্টিকারী এর চেয়ে ভাল গান আমি আর শুনিনি.......স্যালুট ইকবাল ভাই.........
আল্লাহ আমাদের নিয়ত সমুহের শুদ্ধতা দান করুন।
মাশা-আল্লাহ, অসাধারণ।
শত নির্যাতনে আমাদেরকে থামাতে পারবেনা। ইনশা-আল্লাহ
ইনশাআল্লাহ।
এযেন গানে গানে জেহাদের নয়া দামামা,সত্যি অসাধারণ হয়েছে ভাই, এগিয়ে যান।
শতবারের উপর শোনা শেষ শিল্পী সাহেব...
ধন্যবাদ প্রিয় শিল্পী।
অসাধারণ সঙ্গীত!!
চেহারার মাঝে আল্লামা ইকবালের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি,আল্লামা ইকবালের সাথে আপনার কণ্ঠ, ফেস & চুলের অমাইক মিল রয়েছে.....
যত শুনি তত শুনতে মন চায়, ধন্যবাদ প্রিয় শিল্পী।
আরও এমন সঙ্গীত দেখতে চাই।
now view - 95K
এ মিল চেতনায়! আল্লাহ আমাদের নিয়ত সমুহের শুদ্ধতা দান করুন। ধন্যবাদ প্রিয় ভাই।
ছুম্মা আমিন, আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুক।
বছরের সেরা গান, আল্লাহ তোমার উত্তম জাযা দিন এই দোয়াই করছি। আগুন যেহেতু ধ্বংস ও বিনাশের প্রতীক তাই এই প্রতীকী চিহ্নের ব্যাপারে ভাবা উচিৎ। বিদ্রোহ ও বিপ্লবের জন্য ইসলামী চেতনার আলোকে অন্য কোন প্রতীক নিয়ে চিন্তা করলে সুন্দর হবে।
দোয়া চাই স্যার!
আল্লাহপাক আপনাকে নেক্ হায়াত দান করুক, এই রকম বিপ্লবী আরও গান উপাহার দিন, অপেক্ষায় রইলাম,
গানে গানে বাংলার বাস্তব চিত্র,এগানে বাংলাদেশের সব অপকর্ম চিত্র ফুটে উঠেছে,
মানবতার গান
গায়ের লোম দাঁড়িয়ে যায় গানটা শুনলে,,
গানের কথা গুলায় কি যেন আছে,,
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
আমীন......
আমীন ইয়া রাব্বুল আলামীন।
জাতির জাগরণের জন্যে এ রকম একটা গানই যথেষ্ট মাশাআল্লাহ ... আল্লাহ বারাকাহ দিন, কবুল করুন,আমীন ।
আমীন
মা শা আল্লাহ।
গানের সুর টা একটুখানি চেক করতে এসে পুরোপুরিই শুনে ফেললাম; অবশেষে ডিসক্রিপশনে গিয়ে লিরিক্সও পড়লাম।
এখন মনে হচ্ছে, গানটা কভার করি😌
কিন্তু, আমি তো আর শিল্পী না।
অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো প্রিয় ভাই 🥰🥰
আলহামদুলিল্লাহ
গানটি এতটা সুন্দর হয়েছে যে, বারবার শুনতে বাধ্য হয়েছি....
ধন্যবাদ...
সুন্দর গান উপহার দেয়ার জন্য।
জাজাকাল্লাহ খাইরান।
মাশাল্লাহ জাগ্রত হোক মুসলমান।
👍💜
মাশাআল্লাহ অনেক ভালো লাগলো।
এমন বজ্রমুখী সংগিত আর শুনিনি।
আপনার জন্য দোয়া রইলো।
স্বপ্নসুর শিল্পিগোষ্ঠি থেকে
ধন্যবাদ ভাইয়া।
মাশাআল্লাহ, গজল টার মধ্যে জিহাদের অনুপ্ররেণা পাই।
আল্লাহ আমাদের নিয়ত সমুহের শুদ্ধতা দান করে দিন।
জিহাদী গান,,, ইনশাল্লাহ বাংলার জমিনে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবেই,,।
ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আমি প্রায় প্রত্যেকটি দিন এই সংগতি টি শুনি। কিন্তু কোনদিন আমার কাছে পুরাতন মনে হয় নি ❤❤সব সময় নতুন মনে হয়
কিয়ামতের ময়দানে মহান সৃষ্টা চাইলে এই মনোমুগ্ধকর ইসলামি সঙ্গীতটির অছিলায় মাফ করতে পারেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ
এর চেয়ে বেশি চাওয়া নেই। আল্লাহ কবুল করুন।
মাশা আল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ইকবাল হাসান ভাই💞🥀 এমন একটি ইসলামী সংগীত জাতিকে উপহার দেওয়ার জন্য যেই সংগীত শুনলে ঈমানী শক্তি বৃদ্ধি পায়।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার✊☝️
আপনার মন্তব্য জেনে খুশি হলাম প্রিয়ভাই। আশা করছি গানগুলো ছড়িয়ে দিতে আপনার ভুমিকা থাকবে ইনশাআল্লাহ।
আপনার এই প্রতিবাদী গজলটা আমি প্রায় সব প্রোগ্রাম এ গাই দোয়া করবেন সারা বাংলায় যেন ছড়িয়ে দিতে পারি
এ গানটা যতবার শুনি ততবারই শুনতে মন চায়।এবং এ গানের মধ্য ঈমানী জজবা পাই।আল্লাহ যেন ভাইকে নতুন নতুন গান ও সুর এবং কনঠো নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দিন।
গানগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে
MashaAllah wonderful
গানের কথাগুলো অসাধারণ কলিজায় লাগার মতো । আল্লাহ আমাদের কবুল করুন, আমীন।
সংগীতটা যতবারই শুনছি, হৃদয়ে জেহাদের জোয়ার এসে যাচ্ছে। ঈমানের যে কত শক্তি, এই সংগীতটা বার বার জাগিয়ে দিচ্ছে। ধন্যবাদ এমন সংগীত আরো অনেক শুনতে চাই।
শুকরান জাযাকাল্লাহ প্রিয় ভাই। আমাদের গানগুলো ইমান শানিত করার উপকরণ হয়ে পৌঁছে যাবে সবার কাছে ইনশাআল্লাহ।
অসাধারণ!এই একটা গান অনেকের চলার গতি পরিবর্তন করে দিতে পারে এবং ইসলামী সংগঠনে জড়িত যারা তাদের ঈমান একধাপ বৃদ্ধিতে সহায়তা করতে পারে!
আমাদের গানগুলো দাওয়াতে দ্বীনের উপকরণ হয়ে পৌঁছে যাক সবার কাছে
আল্লাহু আকবার গানটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ ভাই!দল,দাওয়াত,কারাগার ইত্যাদি গানগুলো ব্যক্তিগতভাবে আমার হৃদয়ে টাছ করেছে!
এরকম আরো গান চাই!
আল্লাহ ভাইয়ের কন্ঠকে কবুল করুন!দীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন
আপনার সাথে আছি সাথে থাকবো ইনশাল্লাহ এরকম প্রতিবাদী গান আর শুনতে চাই। মনের ভিতর অন্যরকম একটি ফ্রিজ তৈরি হলো জাজাকুমুল্লাহ মাশাআল্লাহ ❤️🌺🌷
আল্লাহ কবুল করুন।
দোয়া থাকলো ভাই, হে আল্লাহ সোনার দেশটা মুক্তি কর শয়তান হাচিনা থেকে,
আমীন
ভিতরের রক্তের কণায় আন্দোলিত করে❣️
জেগে উঠার সময়
মাশাল্লাহ্ প্রিয় ভাই দোয়া ও ভালোবাসা রইল 🤲🤲 💪💪 নারায়ে তাকবির আল্লাহ্ আকবর 💪💪
শুকরান জাযাকাল্লাহ প্রিয় ভাই আমার
গুম হয়ে গেছে ভাই তবু পথ চেয়ে থাকি বসে,শহিদ আবরার হয়ে সে যদি ফিরে আসে,,,অসাধারণ প্রিয় ভাই
শুকরান জাযাকাল্লাহ প্রিয় ভাই
মাশা-আল্লাহ।
মাশা-আল্লাহ
অন্য রকম অনুভূতি।
❤️❤️❤️
ধন্যবাদ প্রিয় ভাই
আল্লাহ আপনার কন্ঠে যে আগুন দান করছেন, তার ধার যেন দিনে দিনে বহু গুণ বাড়ে।
ভাই আমার।
আমদের একটাই পরিচয়, আমরা মুসলিম।
ইমান আমাদের শক্তি।
আমীন ইয়া রাব্বুল আলামীন। গানগুলো প্রিয়জনকে উপহার দিন
অসাধারণ,,,,,, মাশাআল্লাহ,
যতবার শুনছি ততবারই শুনতে মন চায়।
আমাদের গানগুলো দাওয়াতে দ্বীনের উপকরণ হয়ে পৌঁছে যাক সবার কাছে।
আল্লাহ প্রিয় ভাই প্রিয় শিল্পী ইকবাল হোসেন ভাইকে তুমি শক্তি দাও আমাদের কে এমন বিপ্লবী সংগীত যেন আমাদের কে উপহার দিতে পারে,অপেক্ষায় রইলাম প্রিয় ভাই।
আমীন।
মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে 💝💝💝 অনেকবার শুনেছি এখান থেকে হিসাব ছাড়া।
শুকরান জাযাকাল্লাহ প্রিয় ভাই।
@@IqbalHossainSong বা'রাকাল্লাহু ফী হায়াতিক।💝💝💝
কি আছে এই গানের মধ্যে যতো শুনি ততো ভালো লাগে এবং বাতিলকে তখন কিছুই মনে হয় না এবং ঈমান বেড়ে যায়।
শুকরান জাযাকাল্লাহ প্রিয় ভাই। আল্লাহ আমাদের সহায় হোন
আমিন
ভাই তোমার এই গান টা শুনলে গায়ে শিহর জাগানো মত । দোয়া ভালোবাসা সব সময় ।
গানটি ছড়িয়ে দিন প্রিয়জনের মাঝে
মাশা'আল্লাহ, অসাধারণ গায়কী, উপস্থাপনা এবং গানের কথা। হৃদয় আন্দোলিত হচ্ছে।
ধন্যবাদ ভাই।
জাযাকাল্লা খাইরান ফি হায়াতি, আল্লাহ পাক যেন আপনার নেক হায়াত ও সুস্থতা দান করেন আমিন ।
আমীন ইয়া রাব্বুল আলামীন।
মাসআল্লাহ অনেক সুন্দর তৌহিদি সংগীত
ধন্যবাদ প্রিয় ভাই।
কক্সবাজার থেকে শুনছি😍
ধন্যবাদ ভাই।
সাহস যোগানোর মতো সংগীত😍
নারায়ে তাকবীর
আল্লাহু আকবার
গানগুলো পৌঁছে যাক সবার কাছে!
মাশাল্লা, জীবনে সেরা গানটি শুনলাম ।
ভাই আপনার এই জাগরনী সংগীতটা শোনার পর আমি যেইভাবে কান্না করেছি। আমার জীবনে কোনদিন এত কান্না করিনি। দোয়া রইলো আপনার প্রতি।
আল্লাহ আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে দিন!!
মারহাবা , মারহাবা , মারহাবা ,
অসাধারণ ;
জাযাকাল্লহু খইরন ..
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন।
মাশাল্লাহ।
প্রিয় ভাই অনেক বেশি সুন্দর হয়েছে যা ভাষায় প্রকাশ করা যাবেনা। অনেকবার শুনেছি।
ইসলামি চেতনা জ্বলে উঠে এমন সংগীত শুনলে। শুধু প্রয়োজন এখন সব মুসলমানদের, সব মুসলিম দলের ঐক্য
আল্লাহ আমাদের নিয়ত সমুহের শুদ্ধতা দান করুন।
আল্লাহ আপনাকে কবুল করুন।
আর আমাদের মনকে জাগিয়ে তুলতে সাহায্য করুক।
আমিন
আমীন ছুম্মা আমীন
অসাধারণ একটা গজল ❤️
শুকরান জাযাকাল্লাহ প্রিয় ভাই
আসসালামু আলাইকুম ভাইজান আর কতবার শুনব মন যেন ভোরছেই না।যত শুনি ততোই শুনত মন চায়।
গানটি প্রিয়জনকে উপহার দিন
সুবহানআল্লাহ 💗!!!
অনুভূতি প্রকাশে আমার রবের, শেখানো সর্বোত্তম শব্দটাই বারবার বলতে ইচ্ছে করছে।
সুবহানআল্লাহ 🌹!!!
আলহামদুলিল্লাহ।
এমন ঈমান জাগরণী গজল খুব কমই দেখেছি। মাশা-আল্লাহ্, আল্লাহ্ আপনার সকল নেক আশা পূরণ করুক❤️
আমীন। প্রিয় ভাই, গানগুলো প্রিয়জনকে শেয়ার করার অনুরোধ রইলো।
ভাই রক্ত গরম করা গান ! এক কথায় এর তুলনা হয় না । খুব ভালো লাগছে , আল্লাহ আপনাকে সফলতা দান করুক ,আমিন ।
আমীন ইয়া রাব্বুল আলামীন।
ভাই অসাধারণ গাওয়া এগিয়ে যাও ভাই শুভ কামনা রইল। ৭বার গানটি সুনেছি অনেক মল্যবান কতা।
ভাই, আমার জীবনের শোনা সেরা একটি গান ! বারবার শুধু আল্লাহু আকবর বলছি ! বারবার। মন চেয়েছে চিৎকার করে করে গানটা গাই......... হৃদয় থেকে শুধু দু'আ আর ভালোবাসার বৃষ্টি ঝরেছে। আল্লাহ্ আপনার কন্ঠ সুর ও কলমকে দারাজ করে দিন। আ-মী-ন!
আমীন ছুম্মা আমীন। প্রিয়ভাই, গানগুলো প্রিয়জনকে শেয়ার করুন অনুরোধ রইলো।
আমার জীবনের শুনা সেরা সংগীত গুলার একটি, অসাধারণ ভাই, রক্ত গরম হয়ে যায়-
আল্লাহ আমাদের নিয়ত সমুহের শুদ্ধতা দান করুন
ঘুমন্ত মুসলিম চেতনা কে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট প্রয়াস। অসাধারণ!
আমাদের গানগুলো দাওয়াতে দ্বীনের উপকরণ হয়ে পৌঁছে যাক সবার কাছে।
এই গানটি অন্য গানগুলো থেকে ডিফরেন্ট।
এই গান আমি প্রায় প্রতিনিয়ত শুনি।
এই গান শুনলে ঈমানী চেতনা, তেজ,জুশ আর জৌলুস বেড়ে যায় আলহামদুলিল্লাহ।
হৃদয়ে জিহাদের আকাঙ্খা আর শহিদী তামান্না জেগে ওঠে........
ভাইকে যেন আল্লাহ তার দ্বীনের মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন।আমীন
আল্লাহ আমাদের কাজগুলো সহজ করে দিন
আলহামদুলিল্লাহ্!
এটি শুধু একটি গান নয়, এই গানের প্রতিটি কথা, বাতিলের কর্ণ কুহরে বিরামহীন বজ্রপাত।
দোয়া করি ভাই আল্লাহ আপনাকে আরো সমৃদ্ধ করুন।
জাযাকুমুল্লাহ। গানগুলো প্রিয়জনকে শেয়ার করুন
আমি সঙ্গীত শুনে একবারো ভাবিনি এটা আপনার লেখা, ভেবেছি মুহিব ভাইয়ের লেখা।
বাট আলহামদুলিল্লাহ্ মনে হচ্ছে আরেক মুহিবের আগমন,এভাবে আল্লাহ ঘরে ঘরে মুহিব দান করুন।
প্রত্যেকের হৃদয়ে ওমরের সাহস দান করুন ইয়া রাব্বে কারীম।
ইয়া আল্লাহ্!যতবার ভাবি তুমি আমাকে মুসলিম ঘরে জন্ম দিয়ে পাঠিয়েছো,এটা কত বড় রহমত তোমার, ভাবতেই তোমাকে সিজদায় লুটিয়ে পড়তে মন চায়,আলহামদুলিল্লাহ্।💘❤️❤️
আল্লাহ আমাদের কাজগুলো সহজ করে দিন।
মাহফুজ মামুন ভাই এর নিউজ ফিডে আপনার গান পেলাম,,,,,শুনে মুগ্ধ। ঈমান তাজা করা নাশিদ। Take love from India.🖤
ধন্যবাদ ভাইয়া। আমরা আপনাদের অনেক ভালোবাসি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ একটি গান। দোয়া ও শুভকামনা রইলো প্রিয় ভাই।
দুবাই প্রবাসী
ধন্যবাদ ভাইয়া। গানগুলো প্রিয়জনকে শেয়ার করার অনুরোধ রইলো
মাশাআল্লাহ্। অনেক সুন্দর।
ধন্যবাদ ভাই
মাশা-আল্লাহ অসাধারণ একটি গান
আল্লাহ আমাদের কাজগুলো সহজ করে দিন
গানের কথা, সুর এবং গর্জন সব মিলিয়ে এক কথায় অসাধারণ
আমাদের গান আমাদের মনের কথা আমাদের নিয়ত!
অসাধারণ ভাই❤
এই কন্ঠ যেনো দ্বীন কায়েমে সংগ্রামী ভাইদের কাজে অনুপ্রেরনা জুগিয়ে থাকে। মাশাল্লাহ।
আল্লাহ কবুল করুন
কি বলবো এক কথায় অসাধারণ হয়েছে 😍😍😍😍 ব্যতিক্রমি অন্য রকম একটা গান
গানগুলো প্রিয়জনকে শেয়ার করুন
শহীদি চেতনায় উজ্জীবিত হোক প্রতিটি ঈমানদারের মন❤️❤️ অসাধারণ লিরিক ও কন্ঠের মজবুতি❤️❤️
আলহামদুলিল্লাহ।
@@IqbalHossainSong আমিন
আমিন
জাজাকাল্লাহ খাইরান ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনাকে দ্বীনের পথের জন্য কবুল করুক আমিন।
আল্লাহ কবুল করুন
যত শুনি ততই আরো শুনতে মন চায়। জাজাকাল্লাহ
আল্লাহ কবুল করুন
অসাধারণ উপস্থাপনা ভাই। আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিক।
আমীন ছুম্মা আমীন
১ মিলিয়ন দেখতে চাই❤️
শেয়ার হোক❤️💜❤️
শুকরিয়া।
আমী আশা রাখি ১০ মিলিয়নের