এখানে বাংলাদেশের কোনো স্বার্থ নেই। এখানে শুধু হাসিনার ব্যক্তিগত স্বার্থ হয়েছে। ভারত হাসিনাকে এই বছর যে মুখ্যমন্ত্রী বানিয়েছে সেই প্রতিদানে হাসিনা দেশের স্বার্থ চিন্তা না করে ভারতকে ট্রানজিট সুবিধা দিতে হচ্ছে।
nepal er sathe india ar kono railway link nai. faltu kotha bolen keno. apnader oi sob india te cholbe na. pollution test a fail korbay. ta chara 15 years old vehicles can't run in India.
@@hridoyroy4694 তোমরাতো ইন্ডিয়াতে বাংলাদেশের ট্রানজিট আটকে রেখেছ BBIN চুক্তি ৮-৯ বছর আগে সাক্ষর হওয়ার পরেও।তাছাড়া ইন্ডিয়াতেও বাংলাদেশের ট্রেনকে যেতে দিতে হবে।
Sk hasina dite jane Kala gach dise Chitmohol koreo Dos hajar akorer o basi jomi skvhaina payse sk hasina bharat ja jomi payse hasina tar dos gun basi payse Ar tomra to amader thake chal dal Ata mustard oil masla piyaj Rabun Ada sab kichuy amader des thake niea jao Akmatro ilis mmach pathao Tomra ilis mach na pathale amra khub khusi habo amra kono Muslim daser sathe kono samporko rakhar proyojon ache bole mone kori na amader dase sab toyri hoytomader kache amader kichu proyojon nay Bhikharir kache abar ki proyojon
বাংলাদেশ যদি ভারতের প্রদেশ হয়ে যায়, তাহলে আমরা যে সকল সুবিধা পাবোঃ ১. কম দামে গরু/খাসির মাংস ২. কম দামে চাল/আটা/চিনি/তেল ৩. কম দামে দ্রুত গতির ইন্টারনেট ৪. Paypal/GPay ব্যবহার করতে পারবো ৫. ভিসা ছাড়াই কাশ্মীরে যেতে পারবো ৬. BGMI খেলতে পারবো ৭. Amazon/Flipkart এর ফ্ল্যাশ সেল এর সুবিধা ৮. ব্র্যান্ডের পন্য কিনতে ভ্যাট দিতে হবে না ৯. বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখতে হবেনা ১০. ৬০০০ টাকায় রাশিয়ান ১১. গোয়াতে গিয়ে গোয়া মারতে পারবো + ইত্যাদি
@@P-z1sআপনাদের মত লোকজন একটা সিম্পল জিনিস কে হুদাই কমপ্লেক্স বানাইতে চান। এটা এতটা কমপ্লেক্স ইস্যু না। দেশের ভেতর দিয়ে রেল ট্রানজিট গেলে ওই ট্রেইন কে সিকিউরিটি দেয়ার জন্য দেশের ভিতর দিয়ে ভারতীয় সিকিউরিটি সার্ভিসও যাবে। এবং তারা এদেশের যেকোনো নাগরিক এর উপর মিলিটারি একশন নেবার অধিকারও পাবে। এটা তাহলে বাংলাদেশের জন্য সিকিউরিটি ইস্যু হবে না?
@@P-z1sযদি বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় ট্রেইন যায় তবে সেই ট্রেইন এর সিকিউরিটি দেবার জন্য ভারতীয় সিকিউরিটি সার্ভিসও যাবে এবং তারা বাংলাদেশে যেকোন নাগরিক এর উপর মিলিটারি একশন নেবার ক্ষমতাও পাবে। এটা কি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে হয় না?
বোঝার সুবিধার জন্য হিসাব করি যে শিলিগুরি করিডোর দিয়ে ভারতকে তার পূর্ব প্রদেশে যেতে 300 কিলোমিটার যেতে হবে এবং ট্রেনে প্রতি কিলোমিটার ভ্রমণের জন্য ভারত সরকারকে 100 মার্কিন ডলার খরচ হবে, তাহলে ভ্রমণের মোট খরচ হবে = 30000US $ কিন্তু বাংলাদেশ তাদের ভূখণ্ড দিয়ে একই গন্তব্যে যাওয়ার অনুমতি দিলে দূরত্ব হবে ৩০ কিলোমিটার। তাই ভ্রমণের খরচ = 30x100 = 3000 US$। যা খরচের 1/10তম। তাহলে এত বড় ব্যবধানে লাভের পর, বাংলাদেশকে আনুপাতিক সুবিধা দেওয়া কি এখন ভারতের জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে না? যদি একজন রাজনীতিবিদ, আইন প্রণেতা বা সরকার এই সহজ সমীকরণটি বুঝতে ব্যর্থ হন, তাহলে তাদের অবিলম্বে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এবং তাদের জীবনযাপনের জন্য অন্য কিছু করা উচিত!
সব ই তো বুঝলাম ভাই কোভিড কালে ভ্যাকসিন free , রেল ইঞ্জিন free , এই গুলি নিয়ে তারপর আমরা কি পেলাম ? ৭১ সালে আপনাদের মুক্তিযুদ্ধের সময় সহায়তা করে আমরা কি পেলাম।
করোনার ভ্যাকসিন তো শুধু আপনারা না অনেকেই দিছে , কানাডা অস্ট্রেলিয়া জাপান জার্মান ইংল্যান্ড যুক্তরাষ্ট সবাই তো ফ্রি তে ভ্যাকসিন দিছে | আর আপনারা ভ্যাকসিন দেওয়ার নাম করে অগ্রিম টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছিলেন | তারপর এক বছর এসে কিছু ভ্যাকসিন ফ্রিতে দিয়ে এখন মাইক বাজাতে চলে এসেছেন , মিলিয়ন ডলারের 1 বছরের সুধদের উপর আপনার রেলের একটা ইঞ্জিন আর ১০টা অ্যাম্বুলেন্স দিছেন | যাদের আপনারা শত্রু বলেন, চায়না ও আপনাদের চেয়ে অনেক কিছু বেশি দিছি | শুধু আপনারই নিলজ্ব বেহায়ার মত ১ দিলে ১০ চান , বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের কাছে | বললে আপনাদের সারাদিন বলা যাবে তারপরও শেষ হবে না , তারপরও একটু পরে নির্লজ্জের মতো এসে বলবেন কি পেয়েছি কি দিয়েছি | ঘোমের ভান করলে কি ঘুম ভাঙ্গানো যায় ? @@shilajitmajumder241
@@shilajitmajumder241 দাদা, ব্যাপারটা একটু গভীর দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করুন। আপনারা সব সময়ই 50 বছরের পুরনো ভাঙ্গা রেকর্ড বাজিয়ে সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন I ভারত তার সেনাবাহিনী বাংলাদেশে পাঠিয়েছে। 1971 সালের 3rd.ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করার জন্য। বাংলাদেশ স্বাধীন করতে ৯ দিন। কারণ যুদ্ধ কার্যত ১৩ই ডিসেম্বরের পর থেমে যায় I অনুগ্রহ করে সেই ভাঙা রেকর্ডটি বারবার চালানো বন্ধ করুন, এটি একটি অতিমাত্রায় ব্যবহৃত ভাঙা রেকর্ডে পরিণত হয়েছে, এখন সেই রেকর্ডটি ফেলে দিন। এটি 2024. যখন আপনি একটি চুক্তি করেন, উভয় পক্ষের জন্য প্রথম প্রয়োজন একটি যুক্তিসঙ্গত চুক্তি যা উভয় পক্ষকে উপকৃত করI I চুক্তি কখনই একতরফা হতে পারে না। . ভারতের প্রতিটি সমস্যাকে 1971 বা করোনা ভাকসিনে পরিণত করার প্রবণতা রয়েছে। এটি ন্যায়সঙ্গত অন্যায্য এবং সেইসাথে একটি জালিয়াতির অনুশীলন I এই ধরনের কৌশল প্রয়োগ করে ভারত কখনই ভালো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হতে পারবে না। আপনি যদি আপনার প্রতিবেশীর বাড়িতে যেতে আমার বাড়ির উঠোন ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার বাড়ির উঠোন ব্যবহার করতে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবেI । তৃতীয় দেশ নেপালে যাওয়ার জন্য বাংলাদেশ কেন প্রায় ২০ কিলোমিটার ছোট স্থলপথে যেতে পারছে না? ক্রস বর্ডার ট্রানজিটের আন্তর্জাতিক আইন অনুযায়ী, ভারত বাংলাদেশকে নেপালে যাওয়ার জন্য ট্রানজিট দিতে বাধ্য কারণ এটি একটি তৃতীয় দেশ। কিন্তু বাংলাদেশ ভারতের অন্য অংশে যাওয়ার জন্য ভারতকে কোনো ট্রানজিট দিতে বাধ্য নয় কারণ এটি একই দেশ ভারত।
পরবর্তীতে যে উচ্চমূল্যে চালান পাঠানো হলো ভ্যাক্সিনের,রেলের ক্রয়কৃত কোচগুলো ইন্দোনেশিয়া ও কোরিয়ার তুলনায় নিম্নমানের এই খবরগুলো তো রাখলেন না। নেপাল ও ভুটানের সাথে ট্রানজিট বাস্তব রূপ পায়নি। যদি বন্ধু রাষ্ট্র হয় তবে এমন স্বার্থে আঘাত করে কেন?? আমাদের দাবির তুলনায় ইতোমধ্যে অনেক মূল্য দিয়েছি কিন্তু প্রাপ্তির ঝুলিতে আছে খুব সামান্য।
@@সোনারবাংলা-ন৭ষ Bhai tui je kotha bolli, sorry but toke purai valsun lagtese,tui ki frustration bujhis? Allah bujhe amra keno erokom bhabi,tui off ja. Tor mathar rest dorkar Bhai
সুইজারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম ইত্যাদি দেশগুলোর ভেতর কেমন বাস ট্রেন চলে, বোঝাই যায়না কখন সীমানা ক্রস করে অন্য দেশে ঢুকলো। এক ভিসাতেই সব দেশ ভ্রমণ। এরকম টা যত হবে ততই ভাল। ধন্যবাদ জনাব কামাল, বিষয়টি তুলে ধরার জন্য।
I wonder why BD-NEPAL and BD-BHUTAN rail and road connectivity was not included in the latest rail line deal...! One more thing, European connectivity was brought in as an example - here my say is in Europe they have connectivity among all states. Here in this deal, one country only will enjoy the transit facility! I find European example here is void and quite funny too!
একটা মজার কথা বলেছি অনি, সব কথাগুলো গুরুত্বপূর্ণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে পাস করে আমার দেশের সরকারকে ভোটে পাস করে না? এটা আমার জানা নাই কিন্তু জানতে চাই?
আপনার জীবনের ভিত্তি আছে? আপনি থাকলে কি আর না থাকলে কি? যেই লাউ সেই কদু। খারাপ কে খারাপ আর ভালকে ভাল আগে বলতে শিখুন। অন্যকে বলতে দিন। এরকম কেউ কিছু না বলে বলে বর্তমান অবস্থার তৈরী। প্রথমের রুপক দেওয়ার জন্য আন্তরিক ভাবে দুখিত।
কোন অবস্থাতেই অন্য দেশকে ভিতরে প্রবেশ অধিকার দেওয়া যাবে না। আমরা জনগন মানি না, ট্যাক্স দেই আমরা, আমাদের টাকায় আমলা, সরকার চলে, আমাদের কথা মানতে হবে, তারা আমাদের চাকর, আমরা জনগন ই সকল ক্ষমতার অধিকারী।
যেটা জনগণ চায় না সেটা বাদ দেওয়া উচিত, অনেক শাশক অতীতে আসছে গেছে, তাদের থেকেও শিক্ষা নেওয়া উচিত যে জনগণ ক্ষেপলে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। কি প্রয়োজন জনগণের বিরুদ্ধে কাজ করার?
দেশটা কারো বাপের না বেক্তিগত সম্পর্ক রাখতে গিয়ে রাষ্ট্রের ক্ষতি করতে পারেন না
পাকিস্তানী জাত দেশটা কোনো রাজাকারদের ও না
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার. বুকের ব্যথা বুকেতে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার.
এই গানটা ভিতুদের জন্য
বাংলাদেশ কোন সুবিধা পাবেনা তবে আওয়ামী নেত্রী শেখ হাসিনা আগামীতে বাংলাদেশের মুখ্যমন্ত্রী হতে পারেন
❤
❤
এটা ট্রানজিট নয়, এটা করিডোর
এখানে বাংলাদেশের কোনো স্বার্থ নেই। এখানে শুধু হাসিনার ব্যক্তিগত স্বার্থ হয়েছে। ভারত হাসিনাকে এই বছর যে মুখ্যমন্ত্রী বানিয়েছে সেই প্রতিদানে হাসিনা দেশের স্বার্থ চিন্তা না করে ভারতকে ট্রানজিট সুবিধা দিতে হচ্ছে।
"উনার তো ভোটে পাশ করতে হয় রে ভাই" এই ছোট্ট কথাটির জন্য অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল স্যার।
❤
😂😂😂😂😂
সরকার যদি এই রেল ট্রানজিট ভারতের সাথে চুক্তি বাতিল না করেন তাহলে সরকার পদত্যাগ করুক কারণ তার এই দেশের শাসক হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে
মামার বাড়ির আবদার 😂
Behayaderupodesh
Dielovenay
Erabehaya😮😮
লোকাল আওয়ামিলীগ নেতাদের রাম ধোলাই শুরু করেন
@@abdulhalim-dr3koহাসছ কেন মনে হয় দেশটা তর আর হাসিনার বাপের জাখুশি তাই করবে
সরকারের চেয়ে বেশী বুজলে ইসরাইল চলে যাও, তুমাকে বাইডেনের ভুয়া উপদেষ্টা বানানো হবে।
আমরা নেপাল থেকে বাংলাদেশের সরাসরি স্থল পথ চাই, রেল লাইনও চাই।।
বাংলাদেশের সাথে চিন, থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার এর সাথে সরাসরি রেল যোগাযোগ চাই ৷ ইউরোপ আমেরিকার প্রেসক্রিপশান অনেক হলো ৷
nepal er sathe india ar kono railway link nai. faltu kotha bolen keno. apnader oi sob india te cholbe na. pollution test a fail korbay. ta chara 15 years old vehicles can't run in India.
@@akantoapon5760aare bhai Myanmar theeke Bangladesher border diye Arakan hoye train banao naao..ke maana korche ?😅😂😂
@@sasmalprasanjit2764 কেউ মানা করেনি দাদা, globalization এর যুগে এটা হওয়া স্বাভাবিক ৷ কোন দিক দিয়ে নিবে তার সিদ্ধান্ত রাষট্রের...
@@sasmalprasanjit2764নেপাল, ভুটানের ব্যাপারে কথা হচ্ছে। যুক্তি দিয়ে কথা বলবেন।
যেখানে সার্বভৌমত্ব হুমকিতে পড়ার সম্ভাবনা আছে,সেখানে টাকা পয়সা ব্যবসা কোনো বিষয়ই নাহ।।।
স্টার জলসাকে বয়কট করুন।পারলে বাড়ির মহিলাদের পেটান যদি কথা না শোনে।আর আপনারাও বলিউডকে বয়কট করুন।
@@user-ix6yc6oq1e চলছে আওয়ামী লীগের শাসন। মদির প্রতি এতো ভালোবাসা কেন?
ইউরোপের দেশগুলোতে সার্বভৌমত্বের ক্ষতি হইছে?
@@hridoyroy4694 তোমরাতো ইন্ডিয়াতে বাংলাদেশের ট্রানজিট আটকে রেখেছ BBIN চুক্তি ৮-৯ বছর আগে সাক্ষর হওয়ার পরেও।তাছাড়া ইন্ডিয়াতেও বাংলাদেশের ট্রেনকে যেতে দিতে হবে।
ভারত কে রেল ট্রান্জিট দিলে বাংলাদেশ পাবে ঘনটা। আর সেই ঘনটা আমাদের সংসদ ভবনে বসে বসে এমপি মন্ত্রীরা বাজাবে আর নাচবে
বাংলাদেশ জামায়াত ই ইসলামী পাড়বে এখন দেশকে টেনে তুলতে সু-স্বাশন ,দুর্নিতি মুক্ত, দেশ গড়তে হলে জামায়াত কে সুযোগ দিতে হবে অনেক তো দেখা হলো
বাংলাদেশ জামায়াত ই ইসলামী পাড়বে এখন দেশকে টেনে তুলতে সু-স্বাশন ,দুর্নিতি মুক্ত, দেশ গড়তে হলে জামায়াত কে সুযোগ দিতে হবে অনেক তো দেখা হলো
স্টার জলসাকে বয়কট করুন।পারলে বাড়ির মহিলাদের পেটান যদি কথা না শোনে।আর আপনারাও বলিউডকে বয়কট করুন।
Right
Are bhai dui desher shanpak valo valo habe aro
দেশটা হচ্ছে জনগণের জনগণের মতামত না নিয়ে কিভাবে এমন একটা সিদ্ধান্ত নিলো শেখ হাসিনা, আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই
রাইট
শিক্ষিত জনগণের মতামতের দাম আছে, অশিক্ষিতদের মতামতের নাই
জনগণের পক্ষ থাকলে কি সোনা পাবে, মুদি সোনা দেবে 😂😂😂
শুধু তীব্র নিন্দা জানালে হবেনা প্রতিবাদী হোন
আর না হয় দেখবেন দেশ একদিন ফিলিস্তিন হয়ে গেছে
সহমত😂😂
আমরা বাংলাদেশে ১৮ কোটি মানুষ ভাই এর কথার সাথে একমত, তিনি হানডেট পারসেন রাইট কথা বলছেন
শেখ হাসিনা দিতে জানে,বিশেষ করে ভারতকে উনি যা দিয়েছেন তা জীবনেও ভারত ভুলতে পারবে না।
ওইসব দালালজাত নিমকহারাম মনে রাখবেনা।বির্ধমীরা এমনি হয়।
Sk hasina dite jane
Kala gach dise
Chitmohol koreo
Dos hajar akorer o basi jomi skvhaina payse sk hasina bharat ja jomi payse hasina tar dos gun basi payse
Ar tomra to amader thake chal dal Ata mustard oil masla piyaj Rabun Ada sab kichuy amader des thake niea jao
Akmatro ilis mmach pathao
Tomra ilis mach na pathale amra khub khusi habo amra kono Muslim daser sathe kono samporko rakhar proyojon ache bole mone kori na amader dase sab toyri hoytomader kache amader kichu proyojon nay
Bhikharir kache abar ki proyojon
R india bangladesh k ja diye seta tara vule geche. Setai dukkher.
সময়ের সাহসী সাংবাদিক মাসুদ কামাল
ভন্ডামি করে।
বাংলাদেশ যদি ভারতের প্রদেশ হয়ে যায়, তাহলে আমরা যে সকল সুবিধা পাবোঃ
১. কম দামে গরু/খাসির মাংস
২. কম দামে চাল/আটা/চিনি/তেল
৩. কম দামে দ্রুত গতির ইন্টারনেট
৪. Paypal/GPay ব্যবহার করতে পারবো
৫. ভিসা ছাড়াই কাশ্মীরে যেতে পারবো
৬. BGMI খেলতে পারবো
৭. Amazon/Flipkart এর ফ্ল্যাশ সেল এর সুবিধা
৮. ব্র্যান্ডের পন্য কিনতে ভ্যাট দিতে হবে না
৯. বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখতে হবেনা
১০. ৬০০০ টাকায় রাশিয়ান
১১. গোয়াতে গিয়ে গোয়া মারতে পারবো
+ ইত্যাদি
1 Lakh takay Middle East a Jawa jabe.
😃
😂
হজে যাওয়ার খরচ এক চতূর্থাংশ হয়ে যাবে
কাছ কলা পাবে বাংলাদেশ
ইন্ডিয়ার এটা একটা চাল বাংলাদেশ দখলের চেষ্টা, ডাইনি টা বুঝতে পারছে না।
আর কিছু পাক আর না পাক, সোনা পাবে 😂😂😂
স্টার জলসাকে বয়কট করুন।পারলে বাড়ির মহিলাদের পেটান যদি কথা না শোনে।আর আপনারাও বলিউডকে বয়কট করুন।
কাছ কলা?
কারো বাড়ীর ভেতর দিয়ে কেউ রাস্তা দেয় না।এতে বাড়ীর নিরাপত্তার ঘাটতি দেখা দেয়।
Diplomatic , বৈদেশিক নীতি সম্পর্কে কোনো জ্ঞান আছে।
@@P-z1sআপনাদের মত লোকজন একটা সিম্পল জিনিস কে হুদাই কমপ্লেক্স বানাইতে চান। এটা এতটা কমপ্লেক্স ইস্যু না। দেশের ভেতর দিয়ে রেল ট্রানজিট গেলে ওই ট্রেইন কে সিকিউরিটি দেয়ার জন্য দেশের ভিতর দিয়ে ভারতীয় সিকিউরিটি সার্ভিসও যাবে। এবং তারা এদেশের যেকোনো নাগরিক এর উপর মিলিটারি একশন নেবার অধিকারও পাবে। এটা তাহলে বাংলাদেশের জন্য সিকিউরিটি ইস্যু হবে না?
@@P-z1sযদি বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় ট্রেইন যায় তবে সেই ট্রেইন এর সিকিউরিটি দেবার জন্য ভারতীয় সিকিউরিটি সার্ভিসও যাবে এবং তারা বাংলাদেশে যেকোন নাগরিক এর উপর মিলিটারি একশন নেবার ক্ষমতাও পাবে। এটা কি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে হয় না?
৭৫ যদি পুনরাবৃত্তি না ঘটবে বলে মনে হয় তাহলে উনি যা ইচ্ছা তাই করতে পারবেন।
বাংলাদেশ জামায়াত ই ইসলামী এই মুহুরতে পাড়বে এখন দেশকে টেনে তুলতে সু-স্বাশন ,দুর্নিতি মুক্ত, দেশ গড়তে হলে জামায়াত কে সুযোগ দিতে হবে অনেক তো দেখা হলো
Right
স্টার জলসাকে বয়কট করুন।পারলে বাড়ির মহিলাদের পেটান যদি কথা না শোনে।আর আপনারাও বলিউডকে বয়কট করুন।
বোঝার সুবিধার জন্য হিসাব করি যে শিলিগুরি করিডোর দিয়ে ভারতকে তার পূর্ব প্রদেশে যেতে 300 কিলোমিটার যেতে হবে এবং ট্রেনে প্রতি কিলোমিটার ভ্রমণের জন্য ভারত সরকারকে 100 মার্কিন ডলার খরচ হবে, তাহলে ভ্রমণের মোট খরচ হবে = 30000US $ কিন্তু বাংলাদেশ তাদের ভূখণ্ড দিয়ে একই গন্তব্যে যাওয়ার অনুমতি দিলে দূরত্ব হবে ৩০ কিলোমিটার। তাই ভ্রমণের খরচ = 30x100 = 3000 US$। যা খরচের 1/10তম। তাহলে এত বড় ব্যবধানে লাভের পর, বাংলাদেশকে আনুপাতিক সুবিধা দেওয়া কি এখন ভারতের জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে না? যদি একজন রাজনীতিবিদ, আইন প্রণেতা বা সরকার এই সহজ সমীকরণটি বুঝতে ব্যর্থ হন, তাহলে তাদের অবিলম্বে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এবং তাদের জীবনযাপনের জন্য অন্য কিছু করা উচিত!
সব ই তো বুঝলাম ভাই কোভিড কালে ভ্যাকসিন free , রেল ইঞ্জিন free , এই গুলি নিয়ে তারপর আমরা কি পেলাম ? ৭১ সালে আপনাদের মুক্তিযুদ্ধের সময় সহায়তা করে আমরা কি পেলাম।
করোনার ভ্যাকসিন তো শুধু আপনারা না অনেকেই দিছে , কানাডা অস্ট্রেলিয়া জাপান জার্মান ইংল্যান্ড যুক্তরাষ্ট সবাই তো ফ্রি তে ভ্যাকসিন দিছে | আর আপনারা ভ্যাকসিন দেওয়ার নাম করে অগ্রিম টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছিলেন | তারপর এক বছর এসে কিছু ভ্যাকসিন ফ্রিতে দিয়ে এখন মাইক বাজাতে চলে এসেছেন , মিলিয়ন ডলারের 1 বছরের সুধদের উপর আপনার রেলের একটা ইঞ্জিন আর ১০টা অ্যাম্বুলেন্স দিছেন | যাদের আপনারা শত্রু বলেন, চায়না ও আপনাদের চেয়ে অনেক কিছু বেশি দিছি | শুধু আপনারই নিলজ্ব বেহায়ার মত ১ দিলে ১০ চান , বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশের কাছে | বললে আপনাদের সারাদিন বলা যাবে তারপরও শেষ হবে না , তারপরও একটু পরে নির্লজ্জের মতো এসে বলবেন কি পেয়েছি কি দিয়েছি | ঘোমের ভান করলে কি ঘুম ভাঙ্গানো যায় ? @@shilajitmajumder241
@@shilajitmajumder241
দাদা, ব্যাপারটা একটু গভীর দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করুন। আপনারা সব সময়ই 50 বছরের পুরনো ভাঙ্গা রেকর্ড বাজিয়ে সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন I ভারত তার সেনাবাহিনী বাংলাদেশে পাঠিয়েছে। 1971 সালের 3rd.ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করার জন্য। বাংলাদেশ স্বাধীন করতে ৯ দিন। কারণ যুদ্ধ কার্যত ১৩ই ডিসেম্বরের পর থেমে যায় I অনুগ্রহ করে সেই ভাঙা রেকর্ডটি বারবার চালানো বন্ধ করুন, এটি একটি অতিমাত্রায় ব্যবহৃত ভাঙা রেকর্ডে পরিণত হয়েছে, এখন সেই রেকর্ডটি ফেলে দিন। এটি 2024. যখন আপনি একটি চুক্তি করেন, উভয় পক্ষের জন্য প্রথম প্রয়োজন একটি যুক্তিসঙ্গত চুক্তি যা উভয় পক্ষকে উপকৃত করI I চুক্তি কখনই একতরফা হতে পারে না। . ভারতের প্রতিটি সমস্যাকে 1971 বা করোনা ভাকসিনে পরিণত করার প্রবণতা রয়েছে। এটি ন্যায়সঙ্গত অন্যায্য এবং সেইসাথে একটি জালিয়াতির অনুশীলন I এই ধরনের কৌশল প্রয়োগ করে ভারত কখনই ভালো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হতে পারবে না। আপনি যদি আপনার প্রতিবেশীর বাড়িতে যেতে আমার বাড়ির উঠোন ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার বাড়ির উঠোন ব্যবহার করতে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবেI । তৃতীয় দেশ নেপালে যাওয়ার জন্য বাংলাদেশ কেন প্রায় ২০ কিলোমিটার ছোট স্থলপথে যেতে পারছে না? ক্রস বর্ডার ট্রানজিটের আন্তর্জাতিক আইন অনুযায়ী, ভারত বাংলাদেশকে নেপালে যাওয়ার জন্য ট্রানজিট দিতে বাধ্য কারণ এটি একটি তৃতীয় দেশ। কিন্তু বাংলাদেশ ভারতের অন্য অংশে যাওয়ার জন্য ভারতকে কোনো ট্রানজিট দিতে বাধ্য নয় কারণ এটি একই দেশ ভারত।
দাদা, সীমান্তে মানুষ হত্যা নিয়ে কি বলবেন? @@shilajitmajumder241
পরবর্তীতে যে উচ্চমূল্যে চালান পাঠানো হলো ভ্যাক্সিনের,রেলের ক্রয়কৃত কোচগুলো ইন্দোনেশিয়া ও কোরিয়ার তুলনায় নিম্নমানের এই খবরগুলো তো রাখলেন না।
নেপাল ও ভুটানের সাথে ট্রানজিট বাস্তব রূপ পায়নি।
যদি বন্ধু রাষ্ট্র হয় তবে এমন স্বার্থে আঘাত করে কেন??
আমাদের দাবির তুলনায় ইতোমধ্যে অনেক মূল্য দিয়েছি কিন্তু প্রাপ্তির ঝুলিতে আছে খুব সামান্য।
মাসুদ কামাল স্যারের যুক্তিগুলো খুবই অসাধারণ,
বিনিময়ে আমরা আর কিছু পাবনা কারন তারা ইতিমধ্যে নিজেদের মধ্যে বিনিময় করে নিয়েছে।
অসাধারণ কথা বলছেন সাংবাদিক ভাই,,, এখানে দেশের স্বার্থ টাই আসল
কথাগুলো 100% সত্য কথা চিন্তা করতে হলে এভাবেই করতে হবে দেশ আগে
আমি দেশ প্রেমিক হিসেবে শুধু একটা অভিশাপ দিচ্ছি ওনার উপর আল্লাহর গজব পড়ুক
আমিন আমিন
কাউকে অভিশাপ দিলে সে অভিশাপ নিজের উপরে এসে পড়ে
@@সোনারবাংলা-ন৭ষ ভাই আমি তো মানুষ কে অভিশাপ দেইনি
Ovishap pabar joggota thakle shei ovishap lagbei.
@@সোনারবাংলা-ন৭ষ
Bhai tui je kotha bolli, sorry but toke purai valsun lagtese,tui ki frustration bujhis?
Allah bujhe amra keno erokom bhabi,tui off ja.
Tor mathar rest dorkar Bhai
মাশাল্লাহ আঙ্কেল খুব সুন্দর বক্তৃতা দিলেন❤
হাসিনার কিছু লাগবেনা শুধু জোর করে বেশিদিনক্ষমতায় থাকতে পারে সেই সহযোগিতা করলেই চলবে
R8
😂😂😂😅হুম ভাতার যে
ভারত বাংলাদেশ ট্রেন চলাচল অতিশীঘ্র বন্ধ করা হোক,
এখনো বাংলাদেশের মানুষের সচেতন হওয়া দরকার। আল্লাহতালা বাংলাদেশের মানুষদের কে জালিম সরকারের হাত থেকে হেফাজত করো 😭😭😭😭
সুইজারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম ইত্যাদি দেশগুলোর ভেতর কেমন বাস ট্রেন চলে, বোঝাই যায়না কখন সীমানা ক্রস করে অন্য দেশে ঢুকলো। এক ভিসাতেই সব দেশ ভ্রমণ। এরকম টা যত হবে ততই ভাল। ধন্যবাদ জনাব কামাল, বিষয়টি তুলে ধরার জন্য।
কথাটা সুন্দর লেগেছে “মনে হচ্ছে তিনি তার বাপের েইয়ে দিচ্ছেন”।
অনেক সুন্দর গঠনমূলক কথা, অবশ্যই আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ফার্স্ট প্রায়োরিটি।
এমন একটা দেশ আমার সোনার বাংলাদেশ দেশের জনগণের কথা চিন্তা করো না সরকার শুধু নিচে নিজের কুরসি বাঁচানোর চিন্তা করে
দাদা, আপনার কথা খুবই যুক্তিপূর্ণ। দেবে আর নিবে। মিলায়ে মিলিবে।
এতো ভালো সম্পর্ক যে আমাদের সিলেটকে বন্যায় ভাসায় দেয়
Sylet k kon nodi bhasai?? Gordhop desh kano ato din dam banai ni
সিলেট থেকে যদি তার জন্য একটা ভোট ও আসে তাহলে এই পানি সিলেট বাসী প্রাপ্য
কারণ মুলত এগুলো পানি নয় এগুলো হচ্ছে ভালোবাসা
মাসুদ কামাল ভাই কে ধন্যবাদ সুন্দর আলোচনা করা র জন্য ❤❤❤❤❤
খুবই দুঃখজনক, বাংলাদেশের মানুষের এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস নেই। বাংলাদেশের মানুষ একত্রিত হতে পারছে না।
উনার কথাগুলো একদম বাস্তব মুখী কথাবার্তা। আমরা শুধু তাদেরকে দিয়েই যাব আর তারা আমাদের দিবে না তা তো হবে না।
একটা এমপি ও যদি জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে এই চুক্তির সঠিক বিশ্লেষণ করে জনগণের সামনে প্রকাশ করতো জনগণ ও ঘুমিয়ে আছে
খুব সুন্দর বক্তব্য রাখলেন। ধন্যবাদ।
ভারত ভারতের স্বার্থ ১০০ ভাগ বরাবর দেখেছে কিন্তু বাংলাদেশ দেখেছে এমন নজির গত ১৫ বছরে নেই!!
রাষ্ট্রের সার্থ অবশ্যই আগে দেখতে হবে।
এটা সব দেশের ক্ষেত্রে হওয়া উচিৎ
Thanks Masood bai.
Somayer sahosi journalist.. Salute boss ❤
আল্লাহ আমাদের সবাইকে একসাথে দেশকে, ভালো ভাষার,তোফিকদিন, আমিন
সাংবাদিক ভাই কি সুবিধা পাবে বুঝেন নাই? উনি যেটা পাবেন, তা হলো আজীবন ক্ষমতায় থাকার সুনিশ্চি গ্যারান্টি
এদেশের বুদ্ধিমানেরা যদি মনে করে ভারত এদেশ নিয়ে যাবে তারা কোনো সমালোচনা করবে না, তাহলে নিয়ে যাক।
সেই লাগলো অসাধারণ কিছু কথা ধন্যবাদ
আমি ইস্ট বেঙ্গল রাজ্যের কুমিল্লা থেকে বলছি আপনারা। আগে আমাদের এখানে বলা হতো জয় বাংলা আর কিছুদিন পর হবে জয় হিন্দ। তারপর জয় বাংলা এরপর ভারত মাতা কি জয়
ভারত আমাদের কি দিয়েছে সেটা বড় কথা নয়, আমরা ভারত কে কি দিয়েছি সেটা হবে গর্বের বিষয়।
নেপাল-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশ ট্রান্সজিট চাই।
কথাগুলো যর্থাত হয়েছে
যথার্থ
দেশ আরেকজন নিয়ে চলে যাক ক্ষমতার প্রয়োজন
I wonder why BD-NEPAL and BD-BHUTAN rail and road connectivity was not included in the latest rail line deal...! One more thing, European connectivity was brought in as an example - here my say is in Europe they have connectivity among all states. Here in this deal, one country only will enjoy the transit facility! I find European example here is void and quite funny too!
Your English is also funny. বাংলায় নয় কেন ? যে বাংলার জন্য শত সহস্র বাঙালি শহিদ হয়েছেন
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই
একটা মজার কথা বলেছি অনি, সব কথাগুলো গুরুত্বপূর্ণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে পাস করে আমার দেশের সরকারকে ভোটে পাস করে না?
এটা আমার জানা নাই কিন্তু জানতে চাই?
এদেশে ভোট হয় 😅?
সঠিক বলেছেন উনি।
সরকারের উচিত দ্রুত ভারতকে ট্রানজিট দেওয়া চুক্তি বাতিল করা
একটা কথা ভাল লাগলো মমতার ভোটে পাস করতে হয়
সত্য ও ন্যায্য কথা বলেছেন মাসুদ কামাল।
দিনশেষে এই এনালাইসিস এর ভিত্তি নেই,,, যে লাউ হে, কদু
আপনার জীবনের ভিত্তি আছে? আপনি থাকলে কি আর না থাকলে কি? যেই লাউ সেই কদু।
খারাপ কে খারাপ আর ভালকে ভাল আগে বলতে শিখুন। অন্যকে বলতে দিন। এরকম কেউ কিছু না বলে বলে বর্তমান অবস্থার তৈরী। প্রথমের রুপক দেওয়ার জন্য আন্তরিক ভাবে দুখিত।
Logical conversation. Both countries should be beneficial.
শেখ হাসিনা এখন ভারতের মুখ্যমন্ত্রী হিসাবে পরিচিত, প্রচারে ভারতের জনগণ।
These comments are like a breath of fresh air. Thank you for the kind words.
Love from India ❤❤❤❤
হ্যা আমরা এ চুক্তির পক্ষে তবে আমাদের নেপাল ও ভূটানের সাথে ট্রানজিট দিতে হবে, না দিলে এ চুক্তি বাংলার জনগন মেনে নিবে না।
আপনার কথা ঠিক আছে দুই দেশের মধ্যে লাভ হলে সমস্যা নেই এক দেশের লাভ হলে ত চলবেনা
Right
স্যার, আপনার এই থার্ড ক্লাস উপস্থাপকের অনুষ্ঠান এড়িয়ে চলবেন।
কোন অবস্থাতেই অন্য দেশকে ভিতরে প্রবেশ অধিকার দেওয়া যাবে না। আমরা জনগন মানি না, ট্যাক্স দেই আমরা, আমাদের টাকায় আমলা, সরকার চলে, আমাদের কথা মানতে হবে, তারা আমাদের চাকর, আমরা জনগন ই সকল ক্ষমতার অধিকারী।
India Bangladesh e visa free travel kora uchit, ami Bangladesh e ghurte jete chai but visa kortei onek taka lage. 😢
দেশের দেশের স্বার্থের ব্যাঘাত ঘটলে বিন্দু পরিমানের ছাড় দেওয়া হবেনা। এই কথা সর্বদা মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে
আপনাকে সম্মান 💝🇧🇩
He sounds practical and legitimate
ওনার বক্তব্য ভালো লেগেছে,
ধন্যবাদ কামাল ভাই
ইউরোপের ট্রাঞ্জিটে সব দেশ সমান সু্যোগ সুবিধা পায়। এই ট্রাঞ্জিটে সুবিধা শুধু ভারতের। ব্যাপারটা এমন, জাস্ট একটা কাগজ দিছে, আর তাতে সাইন হয়ে গেছে।
আমি ভারত থেকে বলছি আরে বাংলাদেশের মানুষ অনেক সুবিধা পাবে
অনেক সুন্দর মন্তব্য
আপনার কথাগুলো আমার ভালো লাগছে ❤
কাতার প্রবাসী,,, আমি একজন প্রবাসী হয়ে তিব্রনিন্দা জানাচ্ছি 😢😢😢
Masud kamal var kotha gulo valo laglo.ei vabei sorkarer cinta+ gobesona uvaytai dorkar
ধন্যবাদ মাসুদ কামাল ভাই
! ! ! আমার সোনার বাংলা ! ! !
? ? ? আমি তোমায় ভালোবাসি ? ? ? ? ? ????
যেটা জনগণ চায় না সেটা বাদ দেওয়া উচিত, অনেক শাশক অতীতে আসছে গেছে, তাদের থেকেও শিক্ষা নেওয়া উচিত যে জনগণ ক্ষেপলে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। কি প্রয়োজন জনগণের বিরুদ্ধে কাজ করার?
পাবে উন্নত প্রযুক্তি, পাবে transit cost.
এই ইস্যুতে একজন মানুষ হলেও আমি সতর্ক করছি, বাংলাদেশ আবার স্বাধীন করতে হবে।
উনার কথা গুলো অনেক ভালো লাগে
অসাধারণ যুক্তি 👍
এটা খুব ভালো খবর দেশের জন্য কঁচু চাষ হবে ভালো
কথাগুলো সুন্দর বলেছেন মাসুদ কামাল ভাই
যারা তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে সে কি তাদের কথা শুনবে নাকি যারা ক্ষমতা থেকে উৎখাত করতে চায় তাদের কথা শুনবে?
বিনিময়ে বাংলাদেশ ইন্ডিয়ার মতো একটা বিচিহীন দেশের একমাত্র দাস হিসাবে স্বীকৃতি পাবে
I agree with your conversation
সহমত ভাই ❤
সীমান্তে আমাদের নিহত ভাই বোন দের সাথে বেইমানি করে দেশকে ভালোবাসা!!
চমৎকার আলোচনা ❤
ইউরোপে দেয় শুধু বাণিজ্যর জন্য, কিন্তু আমরা এই রাস্তা দেওয়ার মানে বাণিজ্যর জন্য না পুরো দেশ বিক্রি করে দেওয়া।
আমরা দরজা খুলে রাখবো আর তারা সব নিয়ে যাবে
কিন্তু আমাদের বেলায় সব সময় দরজা বন্ধ থাকবে
এই আমাদের বন্ধু দেশ
নেপাল আর ভুটানের সাথে সরাসরি সংযোগ হোক .... উভয় ক্ষেত্রেই কিলোমিটার প্রতি মানুষ প্রতি বা ওজন হিসেবে একটা চার্জ ধার্য করা হলে সেটা যৌক্তিক হতে পারে।
অনেক ধন্যবাদ স্যার ❤
১৯৪৮ সালে হায়দ্রাবাদের কথা মনে আছে, এটা এখন বাংলাদেশের সাথে করতে যাচ্ছে ইন্ডিয়া,wait and see
Masud kamal vai right bolcan