আরণ্যক (7/7) | Aranyak | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | Eso Golpo Kori Prime |

Поделиться
HTML-код

Комментарии • 599

  • @EsoGolpoKoriPrime
    @EsoGolpoKoriPrime  2 года назад +154

    আরণ্যক করতে গিয়ে অনেক কিছু নতুন শিখেছি, বিভূতিভূষণ কে আরও ভালো করে চিনেছি। আপনারা বলুন আগামী দিনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর আর কোন উপন্যাস আমরা করবো?
    সবশেষে বলবো 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 𝗘𝘀𝗼 𝗚𝗼𝗹𝗽𝗼 𝗞𝗼𝗿𝗶 𝗣𝗿𝗶𝗺𝗲 !!

    • @souvikfilmreviewanalysis
      @souvikfilmreviewanalysis 2 года назад +5

      ইছামতী, দেবযান

    • @subhasnayak8730
      @subhasnayak8730 2 года назад +1

      Obviously

    • @sohansardar6298
      @sohansardar6298 2 года назад +6

      ইছামতী

    • @rootroy2281
      @rootroy2281 2 года назад +4

      একটু শরদিন্দু করুন...

    • @hasnatpranta5941
      @hasnatpranta5941 2 года назад +3

      বাংলাদেশি লেখক জহির রায়হান এর উপন্যাস শুনতে চাই

  • @indranildey8900
    @indranildey8900 Год назад +9

    আমার মতে নোবেল টা আমাদের প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ ববন্দ্যোপাধ্যায় মহাশয়ের একমাত্র প্রাপ্য,কারণ এরকম উপন্যাস তিনি ব্যাতিত আর কোনো কবির পক্ষে সম্ভব নয়।অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই❤❤,ও অনেক গর্বিত আমি সেই বিদ্যালয়ে পঠন পাঠন সম্পন্ন করেছি যেখানে আমাদের আদর্শ বিভূতিভূষন বাবু পড়াশোনা করেছেন🥰❤️🙏

  • @tasmiakeya8983
    @tasmiakeya8983 22 дня назад +1

    মনে হচ্ছিল এই কয়দিন আমি নিজেই আরন্যকে ছিলাম। অসাধারণ বললেও কম হয়ে যাবে। অনেক শুভকামনা আপনাদের জন্য❤

  • @souvikfilmreviewanalysis
    @souvikfilmreviewanalysis 2 года назад +46

    যতো শেষ হচ্ছে ততো যেনো চোখে জল এসে যাচ্ছে। এই গল্পে আছে অনেক অনেক সুন্দর মুহূর্ত আর অফুরন্ত ভালোবাসা। ❤️🙂

  • @nilenduguha863
    @nilenduguha863 Год назад +5

    ওনার নোবেল পুরুস্কার পাওয়া উচিৎ ছিল এই অনবদ্য সৃষ্টির জন্য।

  • @kuntalpanda4276
    @kuntalpanda4276 2 года назад +50

    সত্যি Mirchi এর পর কেউ যদি বাংলা গল্প গুলো কে এত সুন্দর ভাবে তুলে ধরতে পেরেছে তারা এসো গল্প করি। অনেকের মনেই ধারণা আছে যে গল্প মানেই Sunday suspense আর তার জন্য এসো গল্প করি কে তারা এড়িয়ে যাচ্ছে, তাহলে তারা ভুল করবে। আমার মনেও এই এক ধারণা ছিল। তবে সেই ধারণা পরিবর্তন করেছে এসো গল্প করি। আর আজ আরণ্যক এর মতো একটা উপন্যাস এই ভাবে উপস্থাপন করে সত্যি প্রমান হয়ে গেলো যে এসো গল্প করি কারুর থেকে কম নয়। নিয়মিত 2 টা channel এ গল্প upload করা, সত্যি সেলাম জানাই তোমাদের পরিশ্রম কে। এক কথায় দারুণ লাগলো এই উপন্যাস টা শুনে। ভবিষ্যতে আরও অনেক উপন্যাস ও গল্প চাই ❤❤

    • @EsoGolpoKoriPrime
      @EsoGolpoKoriPrime  2 года назад +1

      অনেক ধন্যবাদ ❤️❤️

    • @somkarak263
      @somkarak263 2 месяца назад

      আরেকটা কোন্ চ্যানেল?

  • @randomtubebangla4867
    @randomtubebangla4867 2 года назад +6

    কেনো চলে গেলো গল্প কথক? প্রকৃতি কে ভালোবেসে ভানুমতির সাথে কেনো বাঁধলো না ঘর?
    এই উপন্যাস সারাজীবন আমার মনে ছাপ ফেলে রাখবে। কেনো জানিনা সমগ্র উপন্যাস শেষ করার পর আমাকে সবুজ বনানী যেনো ডাকছে। মনে হয় শ্রীমান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়েছি।
    ধন্যবাদ এরম একটা উপহারের জন্য "এসো গল্প করি প্রাইম"
    আমি অন্য কোনও চ্যানেল বা কণ্ঠশিল্পীদের সাথে তোমাদের তুলনা করতে চাই না। তোমরা একেবারে স্বতন্ত্র। তোমাদের জায়গায় তোমরাই শ্রেষ্ঠ। এগিয়ে যাও মা সরস্বতীর আশীর্বাদধন্য হয়ে।

  • @mallikasarkar3169
    @mallikasarkar3169 7 месяцев назад +1

    অসম্ভব ভাল বললেও কিছুই বলা হয় না। উপন্যাসের মান নিয়ে কিছু বলা তো ধৃষ্টতা মাত্র.. আমার মতে “আরণ্যক” বিশ্বসাহিত্যের এক অমূল্য সম্পদ! কিন্তু উপস্থাপণাও অনবদ্য, বিশেষ করে ঋতমের পাঠ ও বাচনভঙ্গী।
    সব মিলিয়ে একেবারে মুগ্ধ হলাম। ঘোর কাটতে সময় লাগবে।

  • @swajalgiri255
    @swajalgiri255 Год назад +12

    কী যে বলিব খুঁজে পাচ্ছি না, চোখের সামনে যেমন সব ভাসছিল, সত্যিই এই ধরিত্রী মাতার শান্ত স্নিগ্ধ বনভূমি গুলোকে বাঁচিয়ে যে রাখতেই হবে , একটি গাছ অনেক প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান💚🌼

  • @Asadsoil1
    @Asadsoil1 Год назад +3

    সোনার পাহাড় , রেডিও মিরছির ঐ গল্পের পর এটাই আমার শোনা সেরা গল্প❤❤ খুব ভালো হচ্ছে . প্রশংসনীয় কাজ

  • @EasypaintwithBiswanath
    @EasypaintwithBiswanath 2 года назад +15

    আমার প্ৰিয় উপন্যাস। সময় পেলেই বই খুলে এটা পড়তাম। উপন্যাসটি এতো সুন্দর ভাবে অডিও তে তুলে ধরার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর লাগলো আপনাদের উপস্থাপনা। পর্ব গুলো আসতে একটু দেরি হতো বলে একটু রাগ হতো বটে, তখন পুরোনো পর্বগুলোই শুনতাম 🙂।
    এই চ্যানেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং সেই সঙ্গে এই ধরণের উপন্যাসেরও অডিও শোনার অপেক্ষায় রইলাম। 🙏🙏🙂🙂

  • @saidmolla4839
    @saidmolla4839 2 года назад +37

    এরপরে আরো উপন্যাস চাই এরকম , ক্লাসিক গল্প আর অ্যাডভেঞ্চার গল্প শোনার মজাটাই আলাদা, তান্ত্রিক ভুত-প্রেত এসব শুনে শুনে আর ভালো লাগে না ❤️❤️❤️

  • @Mandal_priyanka
    @Mandal_priyanka Год назад +5

    শুনতে-শুনতে শেষ পর্বে চলে এলাম মনটা সত্যি খুব খারাপ করছে। আপনাদের অনবদ্য উপস্থাপনা। মুগ্ধ হয়ে গেলাম। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কে আমার সশ্রদ্ধ প্রণাম।

  • @kuhelidas1748
    @kuhelidas1748 2 года назад +16

    এমন কালজয়ী উপন্যাসের এত সুন্দর সাবলীল উপস্থাপনা সত্যি প্রশংসনীয়। দুদিন ধরে সাতটি পর্ব একবারে শুনে শেষ করলাম, ফলে মনের মধ্যে যেন আদিম সেই অরণ্যের স্নিগ্ধতার নেশা লেগে গেল। অসাধারণ উপস্থাপনা । আবার এরমই কোনো কালজয়ী উপন্যাস শোনার অপেক্ষায় রইলাম ।

  • @protapmondal5180
    @protapmondal5180 2 года назад +12

    গল্পের কথক যতবার বলছে এটাই শেষ আর আসা হবে না, তখনই নিজেকে ওর জায়গায় দেখতে পাচ্ছি। মনটা হু হু করে উঠছে, মনে হচ্ছে কিছু একটা জিনিস জীবনের জন্য হারাতে চলেছি। 😥😥😥

  • @prantoshmaji1727
    @prantoshmaji1727 Год назад +9

    পড়েছি আগে দুবার। প্রকৃতিকে এত নিখুঁতভাবে পর্যবেক্ষণ ও বর্ননা করার ক্ষমতা একমাত্র বিভূতিভূষণ এর ই ছিল।

  • @anjankumarmukherjee1416
    @anjankumarmukherjee1416 Год назад +2

    বিভূতিভূষন মহাশয়ের লেখার মতনই সুন্দর আপনাদের গল্প পাঠ এবং উপস্থাপনা। আবহসঙগিত অত্যন্ত সুন্দর। আপনাদের প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালবাসা।💖⚘️🙏👍

  • @shantanudey4945
    @shantanudey4945 Год назад +2

    আমি আজ এই গল্প শোনা শেষ করলাম,গত তিন দিন ধরে শুনলাম, অপূর্ব ,অসংখ্য ধন্যবাদ আপনাদের মীর বা দীপ এর পর এত দীর্ঘ গল্প শুনলাম ভালোবেসে, রীতম ধন্যবাদ, শেষ টায় মনে হচ্ছিল যে আমিই বোধয় কুন্ত, ভানুমতির দের ছেড়ে,ওই বনানী ছেড়ে কলকাতায় চলে যাচ্ছি,কষ্ট হচ্ছিল, বলার আরও অনেক কিছু ছিল, ভাষা পেলামনা, জল ভরা চোখে বিদায়

  • @santanudebnath5782
    @santanudebnath5782 2 года назад +6

    একটি কথাই বলব.... অদ্ভুত। ❤🙏💐💐 আপনার কন্ঠে এইরকম আরও উপন্যাস ও গল্প শোনার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।

  • @protapmondal5180
    @protapmondal5180 2 года назад +14

    উপন্যাসটি শেষ হতেই খুব কান্না পাচ্ছিল, কিন্তু সবার সামনে কাঁদতেও পারছি না।

  • @RabiPramanik-d1r
    @RabiPramanik-d1r 10 месяцев назад +2

    সত্যিই যেমন সুন্দর উপন্যাস, তেমনি সুন্দর উপস্থাপন, গভীর ও নিবিড় ভাবে উপন্যাসটি শুনেছি মোহাচ্ছন্নের মতো❤❤, অবশেষে ভানুমতির স্নিগ্ধ মনে মন মিলতে চায় লেখকের মতোই।❤

  • @naturewarriors2991
    @naturewarriors2991 2 года назад +5

    এতদিন কোনো কমেন্ট করিনি। গল্পের শেষে করার ইচ্ছা ছিল।
    তাই আজ করছি " ধন্যবাদ এসো গল্প করির সবাই কে"
    ইংরেজি কথার ওই অনুভূতিটা আজ আবার হলো যখন ম্যানেজার বাবু চলে গেলেন " goosebumps"। অসাধারণ লাগলো।
    আর কথাসাহত্যিক বাবু কে নিয়ে কিছু বলার যোগ্যতা আমার নেই। উনি বিরাজ করেন আমাদের বাঙালিদের হৃদয় জুড়ে।❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kalpanachakrabarty2469
    @kalpanachakrabarty2469 Месяц назад

    খুব ভালো লাগলো আরণ্যক। বহুদিন আগে পড়া ছিলো, নতুন করে শুনে ভালো । ঋতমের পাঠ খুব ভালো লাগলো। মীর, সোমক, দীপ, অগ্নি ছাড়া এই প্রথম কোনো গল্প শুনলাম। ঋতমের গলার সাথে দীপের গলার খুব মিল। চরিত্রহীন, ফেই সময়, প্রথম প্রতিশ্রুতি শোধার আষায় রইলাম।❤❤❤❤

  • @tonusarker1305
    @tonusarker1305 2 года назад +6

    একে একে সাতটি পর্ব খুব ভাল করে চোখ বন্ধু করে শুনলাম ।অসাধারণ ছিল ❤️
    সত্যি,, পৃথিবী টা মায়ার পৃথিবী 😍

  • @artpencil5144
    @artpencil5144 Год назад +1

    Ei uponnas ti jokhon prothom bar porechilam Ami hariye giyechilam kalponik oronno rajir majhe,amar ghorer dewal e ekechilam Saraswati kundo r chobi.dhonnobad eto sundor uposthaponara jonno❤❤

  • @PapiyaMandal-m4h
    @PapiyaMandal-m4h Год назад +1

    খুব ভালো লাগলো ইচ্ছে করছে একবার ওই জায়গায় যদি আমিও ঘুরে আসতে পারতাম সেই সত্যচরণের সাথে ভানুমতির পাশে, অরণ্যের নিবিড় শান্ত প্রেম মনকে উতলা করে দিলো। আমিও ওই গল্পের জগতেই নিজেকে হারিয়ে ফেলতে চাই, সত্য চরণের চোখ দিয়ে আমিও দেখতে চাই সেই আরন্যক

  • @theduspeech4241
    @theduspeech4241 Год назад +4

    আহা! ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুনলাম। অসাধারণ হয়েছে, শুভকামনা রইল টিমের জন্য, নিয়মিত আপলোড করুন বিখ্যাত উপন্যাসগুলো, বাংলায় উপন্যাসের জন্য এমন একটি চ্যানেলও নেই।

  • @arindambanerjee6143
    @arindambanerjee6143 2 года назад +5

    অসাধারণ ❤️।মুগ্ধ হয়ে শুনে গেলাম শুধু। এত ভালো কাজ যে কোন প্রশংসা ই যথেষ্ট নয়।বাংলা সাহিত্যের সর্বকালের সেরা এক ক্লাসিক কে এভাবে উপস্থাপনা করার জন্য বাংলা অডিও স্টোরির শ্রোতারা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে।অডিও স্টোরির জগতে আপনাদের এই কাজ চিরকালীন হয়ে থাকল।বাজার চলতি তন্ত্র ভুত গোয়েন্দার বাইরেও যে কাজ করা যায় সেটা আশা করি এবার অন্য রাও বুঝবেন।আমি বিশ্বাস করি একদিন পাঠক শ্রোতারা বাংলা সাহিত্যের মণিমুক্তা দের কাছে ফিরবে,ফিরবেই।আর তখন এই কাজের প্রকৃত মূল্যায়ন হবে।
    ভালো থাকবেন আপনারা।
    আগামী দিনেও অনেক প্রত্যাশা রইল❤️

  • @radharanidas3302
    @radharanidas3302 Год назад +3

    আহা মন টা জুড়িয়ে গেল....মনে হয় অক্সিজেন পেলাম জীবনে ❤আর নিজেকে ...সেই ভানুমতী মনে হল.....❤

  • @kalpanachakrabarty2469
    @kalpanachakrabarty2469 Месяц назад

    মনটা বড় বিষন্ন হয়ে গেলো। ভারি ভালো লাগলো ঋতমের গল্প বলা। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে বিনম্র প্রণাম জানাই। 🙏🏻🙏🏻ঋতকম এবং দলের সবাইকে অজস্র ভালবাসা।❤❤❤❤

  • @Art_with_Pratyasha
    @Art_with_Pratyasha Год назад +1

    এই প্রৌঢ় বয়সে গতি দ্বিগুণ করে বার বার শুনে নিলাম। সত্যি ই অসাধারণ লাগলো।

  • @sunnymondal1347
    @sunnymondal1347 2 года назад +4

    ক্লাসিক ক্লাসিক ক্লাসিক। ❤️
    যার পুরনো হওয়ার সম্ভবনা নেই।❤️

  • @joydeeppodder3036
    @joydeeppodder3036 2 года назад +3

    পরিবেশনার জন্য থাকলো অফুরন্ত ভালোবাসা সকলের জন্য

  • @Ruhi___9246
    @Ruhi___9246 Год назад +2

    একদম শেষ অবধি শুনলাম গল্পঃ গুলো
    এতো ভালো লাগলো এতো ভালো উপস্থাপনা সত্যিই অতুলনীয়
    আরো উপন্যাস upload করুন দাদা
    যদি সম্ভব হয়....শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এর উপন্যাস দিন দাদা ❤❤❤

  • @adityag.5372
    @adityag.5372 5 дней назад

    Khub e bhalo laglo purota. Ekdom end e je 'ek je chilo raja' gaan er music ta royeche otar full version release korle khub khushi hobo ❤️

  • @BROWNGIRL-gt1sx
    @BROWNGIRL-gt1sx 9 месяцев назад +3

    4 din dhore sunchi besh mon khrp hocche 😔😔😔🥺❤️🧿

  • @pronobmondal7728
    @pronobmondal7728 Год назад

    আপনাদের উপস্থাপনা অসাধারণ ও অনবদ্য। কবি বিভূতিভূষন বন্দোপাধ্যায় এর "আহ্বান, "দুই বাড়ি" এবং "আদর্শ হিন্দু হোটেল" এই তিনটি নাটক আপনাদের এমন চমৎকার উপস্থাপনা সহিত শোনার ইচ্ছা আছে। অনেক কমেন্টের ভিড়ে এই কমেন্ট হয়তো হারিয়ে যেতে পারে, কিন্তু এই তিনটি উপন্যাস সত্যি অসাধারণ। অপেক্ষায় রইলাম আপনাদের গল্পের.........❤️❤️❤️❤️

  • @shafalybegum5110
    @shafalybegum5110 Год назад +6

    শেষ পর্বটা শুনে এতো কষ্ট লাগলো... নিজের বুকের ভেতরটাই কেমন যেনো হু হু করে উঠলো... কেমন অনুভূতি বলে বোঝাতে পারবো না... নিজেকেই ঐ জায়গাতে মনে হচ্ছিলো... সত্যিই আমরা ভালো নেই যেই অনাগত প্রজন্মের কথা বলা হয়েছিলো গল্পে... আমাদের উন্নতি হলেও হারিয়ে গেছে আনন্দ... হারিয়ে ফেলেছি আরণ্যককে... বাতাস এখন বিষাক্ত... মন ছুটে যেতে যায় ঠিক লেখকের মতোই কোনো আরণ্যকে.... ❤

    • @sipradas4523
      @sipradas4523 10 месяцев назад

      Katabar parechi ghat sila 4 bar gechi gata 4/4/24 ogechi mane ha dektepabp unake

  • @harpriyasarkar2342
    @harpriyasarkar2342 Год назад +3

    আমি প্রতি টা পার্ট শুনেছি
    আমার ভীষণ ভালো লাগলো ❤❤❤

  • @arpitamukhejee762
    @arpitamukhejee762 3 месяца назад

    প্রথম থেকে শেষ পর্যন্ত সব গুলো পর্ব শুনলাম।
    অদ্ভুত সুন্দর উপস্থাপনা।
    মনে থাকবে।
    অনেক ধন্যবাদ সবাই কে।
    আপনারা সবাই খুব ভালো থাকবেন।

  • @soumyasadhukha8323
    @soumyasadhukha8323 2 года назад +6

    প্রত্যেকটা পর্ব আবার শুনবো । খুব সুন্দর কণ্ঠ, অসাধারণ উপস্থাপনা। যখনই শুনতে বসি মনটা অদ্ভুত আনন্দে ভরে যায়। অনেক ধন্যবাদ গোটা টিমকে।

  • @akashsadik46
    @akashsadik46 Год назад +1

    আমাদের আর একজন বিভূতি কখনোই আসবেনা। মানুষের আবেগ আর প্রকৃতির রুপকে এই ভাবে এক সাথে বাঁধতে কে?

  • @subhadeeprana4963
    @subhadeeprana4963 Год назад +1

    এই বিশাল আয়তন উপন্যাসকে সুন্দর রূপ দিয়েছেন। শ্রোতা হিসাবে অনেক ব্যাস্ততায় আপনারা আমাকে একরাশ শান্তি দিলেন কয়েকদিন। ধন্যবাদ আপনাদের

  • @zmtmamun4163
    @zmtmamun4163 2 года назад +5

    এত সুন্দর সাবলীল উপস্থাপনা আগে কখনো কোন উপন্যাসে শুনিনি, আপনার কন্ঠে উপন্যাস যেন পরিপূর্ণতা পেয়েছে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে🇧🇩🇧🇩🇧🇩 রিদম মুখার্জি ভাইকে🥀🖤

  • @moumitasamanta4122
    @moumitasamanta4122 2 года назад +2

    খুব ভালো লেগেছে ঋজুদার অভিযান কাহিনি শোনার ইচ্ছে রইল

  • @mohimasarkar1994
    @mohimasarkar1994 Год назад +1

    এই কদিনে আমরাও যেন পুরোনো বাসিন্দা হয়ে এই অরন্যের। প্রতিটি মানুষ যেন কত আপন। আজ এই শেষ দিনে ফিরে যেতে যেতে বারবার পিছু ফিরছি আমরাও। মন খারাপ বাসা বাঁধছে মনের গভীরে

  • @suparnasarkar7136
    @suparnasarkar7136 Месяц назад

    এককথায় অসাধারণ উপস্থাপনা | কথকের বৰ্ণনাগুনে মন বারবার চলে গিয়েছে লব্টুলিয়া নাড়া বৈহারির জঙ্গলে | প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পর্ব খুবই সুন্দর হয়েছে |

  • @sadmansakib4295
    @sadmansakib4295 2 года назад +1

    অসাধারণ লেগেছে। আপনাদের পরিশ্রমগুলো সার্থক হোক। এভাবেই সাহিত্যের প্রসারে অগ্রণী ভূমিকা রাখতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।

  • @RATNADEEPSINHA-xx2ry
    @RATNADEEPSINHA-xx2ry Месяц назад

    অপূর্ব সুন্দর। Ritam কে অনেক ভালোবাসা, সত্যই সে প্রশংসার যোগ্য। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rebasarkar1948
    @rebasarkar1948 3 месяца назад

    আজ থেকে কত বছর আগে কালজয়ী এই লেখক আজকের বর্তমান আমাদের পরিস্থিতির কথা বলে গেছেন তাঁর‌ উপন্যাসের মধ্যে দিয়ে, অরন্য সত্যিই হারিয়ে যাচ্ছে...…আমরা বুঝেও বুঝতে চাইছি না। ধন্যবাদ জানাই প্রীতম কে‌ ফুলকিয়া,নবডুলিয়া,নাড়া......
    চোখের সামনে তুলে ধরার জন্য। অপূর্ব উপস্থাপনা।

  • @sipramukherjee6983
    @sipramukherjee6983 2 года назад +1

    অসাধারণ। অসাধারণ। অসাধারণ। গল্প পাঠ অসাধারণ। উপস্থাপন অসাধারণ। গল্প টা শুনে চোখে জল এসে গেল। এতো সুন্দর গল্প শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলকে।

  • @protikkarantu1194
    @protikkarantu1194 9 месяцев назад +1

    ধাতুরিয়ার অংশটুকু শুনে নিজেকে ধরে রাখতে পারি নি।অনেকদিন পর আমি এত কেঁদেছি।

  • @mallikasarkar3169
    @mallikasarkar3169 7 месяцев назад

    অপূর্ব সুন্দর...
    এত সুন্দর আপনাদের উপস্থাপণা!!
    আমি তো ভেবেছিলাম এটি মির্চির দীপের গলা.. ভীষণ সুন্দর উচ্চারণ ও কন্ঠস্বর!!

  • @keyachatterjee4319
    @keyachatterjee4319 2 года назад +5

    তোমাদের পুরো টীমের জন্য র‌ইলো আমার শুভ নববর্ষের অফুরন্ত ভালবাসা ও শুভকামনা ❤️❤️❤️❤️ , এতদিন ধরে তোমাদের পরিবেশনা মন্ত্রমুগ্ধের মতো শুনে গেছি , আজ তার পরিসমাপ্তি ঘটল , রেখে গেল একরাশ মুগ্ধতা ও মনখারাপের ডালি , কি অপার আগ্রহ , ভালোলাগা আর বিস্ময় নিয়ে যে শুনেছি তা ভাষায় বর্ণনা করা যাবে না , কি সুন্দর গল্পপাঠ , আর অভিনয় আর আবহসংগীত , আহা , আহা ! ঋতমের কন্ঠস্বরে যে কি যাদু আছে , কি স্নিগ্ধ বাচনভঙ্গি যা মনকে শেষপর্যন্ত ‌আবিষ্ট করে রাখে , অনেক ধন্যবাদ তোমাদের এরকম একটি পরিবেশনা আমাদের ‌উপহার দেবার জন্য , আরো একটি অতি সুন্দর পরিবেশনার জন্য অপেক্ষায় রইলাম ❤️❤️❤️❤️

  • @rajendrasen9305
    @rajendrasen9305 Год назад

    অসাধারণ.. মনে হচ্ছিল চোখের সামনে পুরো বিষয়টি উপস্থাপিত হচ্ছে

  • @skycreation8925
    @skycreation8925 7 месяцев назад

    উপন্যাস টা শোনা জাস্ট শেষ করলাম। গল্পের এইবারে শেষের অংশে এসে চোখের কোণ দিয়ে দুফোটা জলও যেনো বেরিয়ে গেলো। এতো সুন্দর উপস্থাপনা করেছেন আপনারা যে কখনো মনে হয়নি লেখক একা অরণ্য ভ্রমণ করছেন, মনে হয়েছে যেনো আমি নিজেই লেখকের সফরসঙ্গী ছিলাম । বিভূতীভূষণ একটাই, বিভূতীভূষণ অদ্বিতীয় । 💚💚
    #Aranyak
    অনেক ধন্যবাদ আপনাদের

  • @sagarpaul9849
    @sagarpaul9849 2 года назад

    eto darun laglo bolar moto na eto sundor thik jeno sei bonei puro golpo ta karor mukhe sona darun emoni aro kichu pawar asa roilo

  • @shouvikdeb3241
    @shouvikdeb3241 2 года назад

    Bibhuti bhusan bondopadhay r sathe dhnyobad ritam da keo eto sundor uponyas eto maya bhore goroj diye shonanor jonyo. Nijeke lobotuliya o nara bihar r kothao khuje pachhilam . ❤❤❤❤

  • @relaxingbuddy9349
    @relaxingbuddy9349 2 года назад

    Aj ses porbe mon ta kharap hoye gelo..golpo tai akta alada maya ache...onk onk dhonnobad eso golpo kori eso sundor uposthaponar jnno..Bivuti bhusan k pronam arkm akta upponas lekhar jnno 🙏

  • @somnathbanerjee3339
    @somnathbanerjee3339 2 года назад +13

    আরণ্যক ও চাঁদের পাহাড় শেষ হলেই মন খারাপ হয়। মনে হয়, এ যদি দীর্ঘকাল ধরে চলতো, তাহলে বেশ হতো।

  • @kasemahamed5860
    @kasemahamed5860 2 года назад +6

    সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। শেষের পর্বটি শোনার সময় খুব মন খারাপ করছিলো । এসো গল্প করি টিম কে অসংখ্য ধন্যবাদ। এবং রিতম দার গলার আওয়াজ যেনো এখনও কানে লেগে আছে। সত্যিই অসাধরন। ভাবছিলাম রিতম দাই কি তাহলে পরবর্তীকলে মির দার জায়গা নিতে চলেছে ??

  • @subhashdey8420
    @subhashdey8420 Год назад +1

    Durdanto golpo path. Mon vore gelo

  • @rajeshswain2554
    @rajeshswain2554 5 месяцев назад

    Osadharon Ekta Journey Korlam..Thank You Team 'Eso Golpo Kori'

  • @jubairhossain1911
    @jubairhossain1911 7 месяцев назад

    অসাধারন। উপস্থাপনা। মনে হয় যেন সেই কাল্পনিক আরন্যকে হারিয়ে গেছি।

  • @dipankarbhattacharjee2409
    @dipankarbhattacharjee2409 2 года назад +7

    এই সাতটি পর্ব শুনতে শুনতে বারবার গল্পের জগৎ এ হারিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি কে আরো একবার অমর করে তুললেন।
    আগামীতে যদি কখনো অরণ্যের দিনরাত্রি পরিবেশনা করেন তাহলে খুব খুশি হব।

  • @harapriyabaral1105
    @harapriyabaral1105 5 месяцев назад

    Osadharon❤osokho dhonnobad eto sudor golpo tir jonno😍somoy er ovabe kaj er chape jara porte somoy pay na tara ontoto sunte parchr❤

  • @santanudebnath5782
    @santanudebnath5782 2 года назад

    অদ্ভুত। অদ্ভুত। অদ্ভুত। বিভুতিভূষণ একটি আবেগের নাম। ধন্যবাদ আপনাদের উদ্দ্যোগ কে। 🙏🙏🙏

  • @bimalchowdhury3669
    @bimalchowdhury3669 2 года назад

    Khub valo laglo...aro eicrokom golpo chai

  • @tapasroy6932
    @tapasroy6932 Год назад

    অপূর্ব, দারুন ভালো লাগল

  • @rintupramanik5154
    @rintupramanik5154 2 года назад +1

    অনেক ধন্যবাদ এমন অমূল্য সম্পদ উপহার দেবার জন্য। আগামী দিনে আরো অনেক অমূল্য সম্পদ উপহার দেবেন আমাদের কে। অনেক শুভ কামনা রইলো ❤️।

  • @anupamgarai7034
    @anupamgarai7034 2 года назад

    অনবদ্য 🧡🧡....দারুন। শেষটাই মন খারাপ হয়ে যায়।

  • @soumipal116
    @soumipal116 3 месяца назад

    অসাধারণ অসাধারণ ❤❤❤মুগ্ধ হয়ে শুনলাম..

  • @debasismaity5178
    @debasismaity5178 Год назад

    আপনাদের এই প্রচেষ্টা কে সন্মান করি ভীষণ ভালো পরিবেশনা হয়েছে গল্পটি এককথায় দারুন ভাষা নেই চোখে জল এনে দিলো। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইলো ভোম্বল সরদার গল্পটি আনার জন্য তাহলে আরো আনন্দ পাই উৎসাহ পাই গল্প শোনার ভালো থাকবেন আর এভাবে আমাদের গল্প শোনাবেন 👍👍👍👍👍👍

  • @bubuonnet
    @bubuonnet 5 месяцев назад

    বিগত কয়েকটা দিন ধরে শুনলাম আরণ্যক …..একটা সুন্দর অভিজ্ঞতা হয়ে রইল , অনেক চ্যানেল এর ভিড় এ আপনারা স্বতন্ত্র, পাঠ অসাধারণ রকমের সাবলীল…. শ্রীবৃদ্ধি কামনা করি।

  • @pritimondal6938
    @pritimondal6938 2 года назад

    Dekhte dekhte sob porbo sesh. Ojantei mon kharap hoye alo. Totaly darun hoyeche.

  • @gabrielsoren6246
    @gabrielsoren6246 Год назад +1

    অমূল্য রতন । উপস্থাপনাও অতীব সুন্দর ।

  • @sukhenduchakraborty
    @sukhenduchakraborty 2 года назад +3

    শেষে চোখে জল চলে এলো...
    শেষের background music টার জন্য বলি...
    "এমন গল্প শুনলে রাজা আমাদের ছেড়ে দিতো গো"

  • @arunroy5344
    @arunroy5344 2 года назад

    অপূর্ব অপূর্ব অপূর্ব.....

  • @golporkothakothargolpo4698
    @golporkothakothargolpo4698 6 месяцев назад

    Apurbo ami golpo ta ekhon sunlam . Sotti khub sundor. Ekta onno duniyay chole gechilam mone hochhilo. Sotti sundor poribesona.

  • @krishnathandar9209
    @krishnathandar9209 2 года назад

    উপন্যাস বা ছোটো গল্প শোনার উপযুক্ত কন্ঠস্বর আপনার। একটা যেন গভীর ভাব রয়েছে আপনার কন্ঠে।

  • @karnofulyrema
    @karnofulyrema 2 года назад +1

    একটা কথা না বললেই নয়, শুরু থেকে শেষ পর্ব পর্যন্ত শোনার আগ্রহ টা শুধু মাত্র কথকের জন্যই সম্ভব হইয়েছে,উনি এতো সুন্দর ভাবে গল্প পাঠ করেছেন, শ্রোতাদের মন জয় করে নিয়েছেন, মাঝে মাঝে আমার মনে হচ্ছিলো শুভ দার কণ্ঠ। সেই সাথে অভিনয় গুলোও দারুণ হইসে।আরও এমন উপন্যাস উপস্থাপন করবেন, অনুরোধ রইলো।🙏💝আরণ্যক গল্প শুনেই আমি এই চ্যানেল টা সাবস্ক্রাইব করি।এখন নিয়মিত শ্রোতা হইয়ে গেলাম।💝🥰

  • @swapanbanerjee4125
    @swapanbanerjee4125 Год назад

    অসাধারণ খুব ভালো🙏💕 লাগলো আপনার গল্প পাঠ। ভালো থাকবেন নমস্কার। ❤❤❤

  • @Ebongsubhadip
    @Ebongsubhadip 2 года назад +4

    অনেক অনেক ধন্যবাদ ESO GOLPO KORI PRIME, এইটি মনের খুব কাছের একটি উপন্যাস, তার শ্রুতি নাট্য রূপ যথাযথ ভাবে উপস্থাপনার জন্য
    Ritam ভাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও

  • @rabindey2471
    @rabindey2471 Год назад +1

    এগুলো গল্প নয় এক সময়ের সত্যি ঘটনা জীবনের কাহিনী সেই সব দিনগুলো ছিল আরন্যকের 😍😍😍😍 মতো সত্য

  • @mitalibhattacharya9277
    @mitalibhattacharya9277 2 года назад +1

    মনটা ভারাক্রান্ত হয়ে গেল। এত সুন্দর উপন্যাসটি।বন জঙ্গল, গাছপালার প্রতি এত ভালবাসা ,ভাবা যায় না।আমরাও গল্পটি শুনতে শুনতে গাছপালাকে ভালবাসতে শিখেছি।আপনাদের সবার দুর্দান্ত উপস্থাপনা আমাকে মুগ্ধ করেছে।এগিয়ে যান। ভাল থাকবেন। শুভ নববর্ষ।

  • @sraboni1489
    @sraboni1489 2 года назад

    অসাধারণ এক উপন্যাস আর উপস্থাপনা ও 👌👌👌

  • @golperasor5698
    @golperasor5698 2 года назад +4

    ক্লাস 9 এ থাকতে উপন্যাস টি পড়েছিলাম সেই সময় এর সেই বারবার গলার কাছে দলা পাকিয়ে আসা কষ্টটা আবারও ফিরে ফিরে আসলো 7টি পর্বে। একেই বলে যুগান্তকারী সৃষ্টি। সৃষ্টি আরও জীবন্ত হয়েছে পাঠকের পাঠে । অনেক শুভকামনা টিম কে।

  • @subhadeeprana4963
    @subhadeeprana4963 Год назад +1

    ভানুমতি পরিবেশনা অসাধারণ লেগেছে সব থেকে পুরো উপস্থাপনায়

  • @papiyadaskanungo439
    @papiyadaskanungo439 4 месяца назад

    Just ak kothai darunnnn lege6e... Thank u ❤❤❤❤

  • @rockroy384
    @rockroy384 10 месяцев назад +1

    😌😌😌❤️❤️❤️😍😍😍😘😘😘👌👌👌

  • @debomitchakraborty3208
    @debomitchakraborty3208 6 месяцев назад

    Khub sundar kaaj, abhinandan o valobasa ❤❤

  • @duttamondal2831
    @duttamondal2831 10 месяцев назад

    Khub khub bhalo laglo, thank you eto sundor poribeshon koror jonno

  • @GPArt-vm1df
    @GPArt-vm1df 2 года назад +1

    এককথায় অনবদ্য অসাধারণ…❤️
    আমাদের উপস্থাপনাই - আরণ্যক সত্যিই জীবন্ত…
    সমস্ত কলাকুশলীদের জানাই অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা…🙏

  • @sagarmondal9679
    @sagarmondal9679 2 года назад

    Darun darun Dada... Aro chai historical stories..

  • @জয়-ঢ৬প
    @জয়-ঢ৬প 8 месяцев назад

    ধন্য আপনারা, কি অসাধারণ মুহুর্ত দিয়েছিলেন, ঋণী আপনাদের কাছে।
    ভালবাসা 🇧🇩 থেকে...

  • @rajanandan5054
    @rajanandan5054 2 года назад

    Dhonobad.. erokom ekta uposthapona upohar debar jonno. Aro valo valo golpo uponaas er opekkhay thaklam

  • @milanpal4051
    @milanpal4051 Год назад

    আহা রে, খুব সুন্দর ভয়েস। খুব আকর্ষণীয় পাঠ। মুগ্ধ হলাম আরণ্যক শুনে।।

  • @SkNuruddin00169
    @SkNuruddin00169 Год назад +1

    আমি কোনো কমেন্ট করতে চাই না তবে এই 7 টি পর্ব শুনে আমার মন হূ হু করে উঠছে

  • @kushalmondal1687
    @kushalmondal1687 2 года назад

    অসাধারণ! অসাধারণ! অসাধারণ! 😌❤️🤎🖤

  • @shuvorimpa3221
    @shuvorimpa3221 2 года назад

    আপনার গলায় অন্যরকম অনুভূতি হল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।