আপনার ভিডিওতে একদম সঠিক গাইড লাইন পাওয়া ও ভালোভাবে বুঝা যায়। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেভাবে বুঝিয়ে বলেন তাতে আমরা অল্প সময়ের মধ্য বুঝতে পারি। ধন্যবাদ ভাইয়া।
আমি কৃষ্ণা কুন্ডু, আমি ভারতে বসবাস করি কিন্তু আমার বাবা মায়ের জন্মভিটে বাংলাদেশের ফরিদপুর জেলায় মধুখালী থানা মথুরাপুরে। আমার বাবার জন্মভিটার জমিজমা সংক্রান্ত ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই।
আমার জায়গার কাগজপত্র সব কিছু ঠিক আছে আমরা নিরীহ মানুষ বলে এসআই পুলিশ সন্তোষ দেবনাথ ওরা সবাই সরকারী চাকরীজিবী ওরা অনেক শক্তিসাল মানুষ ওরা আইনের মানুষ হয়ে ও আইন কানুন কোন কিছুই মানে না আমাদের জায়গার কাগজপত্র সব কিছু ঠিক থাকার পর ও আমাদের উপর ১৪৪ ধারা মামলা করেছেন মামলার রায় ও পেলাম কিন্ত এখন ও আমার জায়গা দখল করে আছেন আমার জায়গার অনেক গাছ ও কেটেছেন ওরা কোর্টের রায় থানার ওসি চেয়ারম্যান মেম্বার গ্রামের হিন্দু মুসলিম থাকার পর ও কোন কিছুই মানে না ওদের উপর কেউই কথা বলতে পারে নাই ওরা কারো কথাই মানে না আইন কানুন মানুষ কোন কিছুর মূল্য নেই ওদের কাছে.এই হলো আমাদের বাংলাদেশ.
দলিল আছে আর এস মাট পচা নাই এবং এস মাট পচা নাই ভাই আমি কি দলিল অনুযায়ী রেকর্ড পিরিয়ে পাওয়া যাবে দলিল অনুযায়ী মামলা করে এবং আমাদের বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দুরেই আমাদের কোনো জোর নাই
আমাদের কিছু জমি পুকুর আমাদের দাদার। বাবার নামে সি এস রেকর্ড আছে আমাদের দখলে আছে , আমাদের পাশের কিছু লোক ও জমি ও পুকুরে কিছু অংশ আর এস জরিপ করেছে পরে বি এস জরিপে এসে আরো বেশি অংশ জরিপ করেছে, , এখন কি করা যায়
ভাই একটা বিষয় আপনার কাজ থেকে জানতে চাই। এক জন ব্যক্তি এর দুইটা লাগ নাম্বার এর জমি। দুই দাগের জমি দুই জনের কাছে বিক্রি করছে ধরেন একটা দলিল এর দাগ নাম্বার ১৫৩০ আর একটা দলিল এর দাগ নাম্বার ১৫৩১ জমির মালিক ধরেন আবুবকর। জমির মালিক আবুবকর ১৫৩০ এই জমিটি বিক্রি করছে মকছেদ এর কাছে। আর একটা জমি ১৫৩১ দাগ নাম্বার এর জমি বিক্রি করছে আবদুল রহমান শেখ এর কাছে। এখন দেখাছে ১৫৩১ দাগ নাম্বার টি মকছেদ এর নামে রেকর্ড হয়েছে। আর আবুবকর এর নামে ১৫৩০ জমিটি রেকর্ড হয়েছে আছে। আবার মকছেদ ১৫৩০ এই জমিটি আবদুল রহমান শেখ এর কাছে বিক্রি করছে। এখন আব্দুল রহমান জমিটি আর খারিজ করতে পারছে না। এখন করোনি কাজ কি।
এস খতিয়ানে একদাগে অনেক অংশীদার , পজেশন অনুযায়ী ভোগদখল করে আবার এস অনুযায়ী অংশীদার কিন্তু ভোগদখল করেনি কিন্তু অন্যকে দলিল করে দিলে কোনটা টিকবে দয়া করে জানালে উপকৃত হতাম
ভাই, আমার দাদারা দুই ভাই। 1922 সালে একটি জমি ক্রয়ের সময় আমার দাদার ভাই জমিটি তার নামে নিছে। কিন্তু পরবর্তীতে সকল রেকর্ড /খতিয়ানে আমার দাদার নাম আছে। এখন দাদার নামের অংশের জমিটি বিক্রয় করা যাবে?
ভাই বাটোয়ারা মামলা হয় ১৯৬৯ সালে চালু হয় শেষ হয় ২০০৪ সালে এই মামলার বাদি হচ্ছে আমরা এবং আমাদের পক্ষে জেই দাগে সাহাম এর রায় দেয়। বিবাদী পক্ষে এই দাগে কোন সাহাম নাই কিন্তু আর. এস রেকর্ডে তাদের নাম আছে এখন কি তারা জায়গা পাবে। ভাই এইটার পরামর্শ দিলে অনেক উপকার হইতাম।
এস এ রেকর্ড মালিকের কাছ থেকে জমি ক্রয় করা ১৯৬৬ সালে নন রেজিঃ স্টাম্প মুলে যাহার ক্রয় মুল্য ৯৫ টাকা মাত্র।এর পরবর্তী সকল রেকর্ড ক্রয় করা মালিকের নামে। এই জমি ক্রয় করলে কোন ঝামেল/ভবিষ্যতে এর মালিকানা ঠিকবে কি না? জানালে উপকৃত হবো।ধন্যবাদ।
ভাই,আমার দাদারা ২ ভাই। ১ ভাই এর ওয়ারিশ আমাদের না জানিয়ে তাদের কিছু জায়গা একই খতিয়ানের অন্য অংশিদারের কাছে বিক্রি করে দিয়েছে। তাতে আমরা অগ্রক্রয় মামলা করে (ভিটা বাড়ী) জায়গা ফেরত পাওয়ার অধিকার পাব কিনা জানালে উপকৃত হব।
আমি জানতে চাইতেছি দয়া করে বলবেন প্লিজ। আমার দাদা একটা জমি মসজিদএর মাঠের নামে দান করেছে কিন্তু তারা অন্য জমিতে মাঠ করেছে কিন্তু সে জমি আমার দাদার দখলে আছে। কিন্তু এখন তারা বলতেছে যে ঐ জমি আমরা নিবো। ও জমি তারা পাবে না। আমার দাদা পাবে। কারণ দলিলে লেখা আছে যে ঐ জমিতে যদি মাঠ না হয় পরবর্তীতে যে মালিক ছিলো সেই ব্যাক্তি জমি পেয়ে যাবে
স্যার,আসসালামু আলাইকুম। স্যার, সিএস,এসএ, খতিয়ানে মালিক পক্ষের মিল নাই, আবার আরএস অন্যের নামে। আবার আরএ সের মালিক অন্যের কাছে জমি বিক্রি করে দিছে, দলিলের মালিক নিজের নামে নাম জারি করে নিছে। আইনে জমি কে পাবে? জানালে কৃতজ্ঞ থাকবো।
ডিগ্রি করছে আমাদের জমি csa তে আমাদের রেকর্ড ---কিন্তু পরের একটা রেকর্ড এ আরেক জন এর কাছে গেছে---কিন্তু শেষ রেকর্ড হইছে সরকার এর নামে---ডিগ্রি কি ভেলিড??😊
জনাব,আমি একটি জমি ক্রয় করেছি২০১১সালে তখন আর এস জরিপ হয়েছে যার ডিপি পর্চা ছিল কিন্তু জমির দলিলে এস এ দাগ খতিয়ান সঠিকভাবে লেখা হলেও ডিপি পর্চার শুধু খতিয়ান নম্বর লেখা হয়েছে দাগ নম্বর লেখা হয়নি।ফলে আমি আর এস খারিজ খতিয়ান করতে পারছি না।আমার করনীয় কি? দয়া করে জানালে উপকৃত হবো।
ভাই আমি আপনার কাছে জানতে চাই সি এস খতিয়ান আমার দাদার নামে কিন্তু বি এস খতিয়ান আর এস খতিয়ান অন্য লোকের নামে আমাদের পরিবারের কেউ জমিন বিক্রি করে না এখন জমি কি পাওয়া যাবে
আসসালামুয়ালাইকুম ভাইজান এই বিষয় নিয়ে একটু আলাপ করবেন আমার নানার জমিন তার বাবার নামে এসে আর এস দুটোই আছে কিন্তু বি আর এস রেকর্ড অন্যের নামে এবং সে জমিটি দখলে দীর্ঘ অনেকদিন যাবৎ কিন্তু আমরা যখন জানতে চাই সে বি আর এস রেকর্ড টি কিভাবে করল সে আমাদের কোন দলিল দেখাতে চায় না এখন আমরা কি জমিটি ফিরে পেতে পারি তাহলে কিভাবে প্লিজ জানাবেন
Sir আমি আপনার কাছে জানতে চাইছি CS এবং AS রেকর্ডের মালিক যেমন আমার বাবা আবার RS রেকর্ডের আরেক জনের নাম আসছে এবং কোন দলিল নাই বা কোন প্রমান দেখাতে পারছেনা সে ক্ষেতে জমির মালিক কে হবেন স্যার আমার এই প্রশনের উওরটি কি দিবেন স্যার। আমি নাইম কালিগঞ্জ গাজীপুর থেকে ধন্যবাদ স্যার
ভাই আমি 1999সালে জমি কিনেছি আম মোক্তার নামা দলিলে CS SA দাগ খতিয়ান নাম্বার লেখা আছে, সবশেষ RS দাগ খতিয়ান নাম্বার নেই কিন্তু আমার জমি ক্রয়ের দলিলে CS,SAও RS দাগ খতিয়ান উল্লেখ আছে এখন আমার ঐ জমির নামজারি আবেদন কিভাবে করতে হবে। কারণ ভূমি অফিসে নায়েব সাহেব পাওয়ার নামা দলিলে বর্তমান RS দাগ খতিয়ান নাই বলে আবেদন বাতিল করে দেয়।
ভাই যদি আর ওআরসিএস থাকে অন্যজনের নামে আমাদের নামে সকাল কাগজ পাতি বায়া কাউলা সাপ কাওলা সব ধরনের কাগজ পাতি আমাদের নামে তাইলে এ জমি কে পাবে এ সমস্যা ১২ বছর ধরে চলতাছে প্রায়
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, ভাই আমার দাদার নামে ৫০ শতাংশ জমি আছে। দলিল সাবক কাবলা। বিআরএস রেকোটের সময় সেটা অন্যদের নামে উঠানো হয়েছে ৪৪ শতাংশ। বাকি ৬শতাংশের রেকর্ড হয়নি। এখন আমি কি করতে পারি???
সিএস রেকডের মালিক আমি কিন্তু জমি কবলা দিছি ৪০ বসর আগে এখন ঐ জমি যে কবলা নিছে সে এখন নিজের জমি দাফি করে, এখন আমার কি করোনিও আছে,এর মাঝে ২০০০ সালের আগে মামলাও হয়েছিল এই জমি নিয়ে বাটোয়ার মামলা হঠাৎ মামলার বাদী মারা যায় তারপর আর মামলা চালানো হয় না এখন কি করনীয়
কোন ব্যক্তি মারা গিয়েছে, তার এস এ রেকর্ডীয় মালিকের থেকে তার ক্রয়কৃত জমির সকল ওয়ারিশ দেশে নেই। ঐ ব্যক্তির কোন এক শরীক লিগালী খাজনা দিয়ে জমি নামজারী করতে চায়। জমি মৃত লোকের নামে আর এস রেকর্ড করা আছে? কাগজপত্র ধারাবাহিক ভাবে সঠিক আছে। ভুমি অফিস খাজনা নিতে চায় না। এখন কি করবো
আমার দাদার জমি তিন ছেলে দুই কন্যার রাখিয়া মারা জান তিন ছেলে সমান সমান ভাগ করিয়া নেন বর্তমান আর এস তিন ছেলে অংশ হায়ে অংশ দিরেছে আমি আমার অংশ না রেনে আমি আমার অনের চাচার অংশগ্রহণ করেছি তাতে আমি কি জমি পাব সে হল বাড়ীবিটা পচায় বাড়ী
আমার দাদারা ৫ভাই বড় দাদা সি এস মূলে ১০ শতক জমি কিনেছেন পরবর্তীতে৷৷ আর এস ,বিএস সব দাদার নামে এসে যায় এখন বড় দাদা ১০ শতক জমির মালিক হবে কি না একটু জানাবেন আপনা নাম্বারটা দিবেন
ভাই জমিটা আমার বাপের দাদার।তারা তিন ভাই। আমার বাপের বয়স যখন তিন মাস তখন আমার দাদা মারা যান। তাই s a রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করে নাই আমার আরেক দাদা। জালিয়াতি করে নিজের নামে r s করে নিয়েছে । কিন্তু আমার দুই ফুফুর নাম অন্তর্ভুক্ত করে s a রেকর্ডে । কিন্তু r s a তাদের ও নাম বাদ দিয়ে দেন।এখন কি জমি দেওয়ানি আদালতে মামলা করব জানালে বড় উপকার হত ভাই
সি এস খতিয়ানে দুই ছেলে এবং তার স্ত্রী নামে হয়। কিন্তু তাদের দুই মেয়ে ছিল। এই দুই মেয়ের নাম পরবর্তীতে এস এ খতিয়ান এ না আসলেও তাদের অংশটুকু যাদের কাছে বিক্রি করেছে তাদের নাম এস এ খতিয়ানে আসছে এবং আর এস খতিয়ান আসছে। এক্ষেত্রে এস এ খতিয়ানে যাদের নাম আসছে দলিল মূলে এবং রেকর্ড মূলে তারা কি মালিক হবে ?
ভাই আমি একটি জমি কিনতে চাই জমির মালিক এর কাছে দলিল ও আর এস ঠিক আছে কিন্তু এস এ তে অন্ন মালিক জার সাথে বর্তমমান মালিকের কন সমপিকততা নাই কিন্তু খোজ নিয়ে দেখকাম তারা বহু বছর ধরে দখল করে খাচ্ছে এলাকার লোক বা চোহারধিতে যারা আছে সবায় বলে এ জমির মালিক ইনি এ জমি কি কেনা যাবে?
স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করছি। আমার সমস্যা হচ্ছে, আমি S A, RS রেকর্ড মুলে জমি কিনেছি ২৫ এর মধ্যে ৮ শতক। অন্য এক প্রতিবেশী ৬২ সালের ফটোকপি দলিল দিয়ে মামলা করেছে রেকর্ড সংশোধন ও দখল পনু: উদ্ধার এর। এই জমি ৭০/৮০ বছর ধরে আমাদের দখলে। পরে কোটের ডাবল লকারে খোঁজ খবর করে ইনফরমেশন স্পিপ পেয়েছি ৫২ সালে দাখিলা মুলে এটা নেওয়া। মামলায় কি রায় আসতে পারে। আমাদের বাড়ি যাওয়ার পথ সহ জমি।জানালে খুবই উপকার হতো। ধন্যবাদ
আমার বাবা ১৯৭৩ সালে তাঁর দাদীর জমি ক্রয় করেন বেশ কিছু দাগে। ৪_৫ বছর আগে ১টা দাগের জমি অন্য একজন ক্রয় সূত্রে মালিক বলে দাবি করলে আমি দেখলাম বাবার দলিলে জমির দাগ উঠাতে দলিল লেখক ভুল করেন তবে cs দাগ ঠিক আছে কিন্তু RS দাগ ভুল আছে ৭১৬ হতো কিন্তু লিখেছে ৭১৩। আমি জমিটা ছেড়ে দিয়েছি ।এখন আমার করণীয় কী এবং জমিটা আমি কী পেতে পারি??
স্যার আমাদের জমি আর. এস. মূলে অর্পিত সম্পত্তি ক তফসিলে রের্কড হয়েছে ২০১২ সালে। আমাদের দেওয়ানী মামলায় দুইটি রায় ও পেয়েছি । আমার প্রশ্ন হচ্ছে আর কিভাবে আমার এ সম্পত্তি ক তফসিল হতে অবমুত্ত করতে পারব? প্রায় ১৭ বছর হতে চলছে। যদি একটা পরামর্শ দিতেন বা এই বিষয়ে কোন ভিডিও দিতেন তাহলে আমরা ভুত্তভোগীরা উপকৃত হতাম। ধন্যবাদ
আপনার ভিডিওতে একদম সঠিক গাইড লাইন পাওয়া ও ভালোভাবে বুঝা যায়। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেভাবে বুঝিয়ে বলেন তাতে আমরা অল্প সময়ের মধ্য বুঝতে পারি। ধন্যবাদ ভাইয়া।
আলহামদুলিল্লাহ, এই আর এস এসে মানুষের জীবন অতিষ্ঠ করে দিচ্ছে।
জি ভাইয়া আমদের আর এস হয়েছে যার কাছ থেকে কিনেছি,,,,এ আস, এস এ, সিটি জরিপ আমাদের নামে,,,,
আপনার ভিডিওতে সুন্দর করে বলে ধন্যবাদ ভাই
আমি মনে করি,,, সরেজমিনে জমির মালিকানা ঠিক করা উচিত,,,,
আলহামদুলিল্লাহ 🥰🥰 আপনার ভিডিও গুলো অত্যন্ত মূল্যবান।🥰🥰 ধন্যবাদ ❤️❤️
🥰
@@lawandlegalism #eqtyseqtysfahhhhhhhwbaacaaccacaacxxazzsxzzzzzzzxzzz zzzmullll
স্যার আমি আপনার ভিডিও নিয়মিত দেখি।
Thank you for your important vedio.
আমি কৃষ্ণা কুন্ডু, আমি ভারতে বসবাস করি কিন্তু আমার বাবা মায়ের জন্মভিটে বাংলাদেশের ফরিদপুর জেলায় মধুখালী থানা মথুরাপুরে। আমার বাবার জন্মভিটার জমিজমা সংক্রান্ত ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই।
01303569938
Whatsapp ase vai@@lawandlegalism
অনেক ভালো লাগল।
🌺
আমার জায়গার কাগজপত্র সব কিছু ঠিক আছে আমরা নিরীহ মানুষ বলে এসআই পুলিশ সন্তোষ দেবনাথ ওরা সবাই সরকারী চাকরীজিবী ওরা অনেক শক্তিসাল মানুষ ওরা আইনের মানুষ হয়ে ও আইন কানুন কোন কিছুই মানে না আমাদের জায়গার কাগজপত্র সব কিছু ঠিক থাকার পর ও আমাদের উপর ১৪৪ ধারা মামলা করেছেন মামলার রায় ও পেলাম কিন্ত এখন ও আমার জায়গা দখল করে আছেন আমার জায়গার অনেক গাছ ও কেটেছেন ওরা কোর্টের রায় থানার ওসি চেয়ারম্যান মেম্বার গ্রামের হিন্দু মুসলিম থাকার পর ও কোন কিছুই মানে না ওদের উপর কেউই কথা বলতে পারে নাই ওরা কারো কথাই মানে না আইন কানুন মানুষ কোন কিছুর মূল্য নেই ওদের কাছে.এই হলো আমাদের বাংলাদেশ.
দলিল আছে আর এস মাট পচা নাই এবং এস মাট পচা নাই ভাই আমি কি দলিল অনুযায়ী রেকর্ড পিরিয়ে পাওয়া যাবে দলিল অনুযায়ী মামলা করে এবং আমাদের বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দুরেই আমাদের কোনো জোর নাই
Rs theke Sa dolil e jome base thakle malikana ki Sa anujaye jabe pls janaben?
High court er order sheet ta upload koren....apni mukhe mukhe bollei to hobe na.
Apnr number dila onk valo hoitw. 20 year ame r amr family kosta ace jomi niya
আমাদের কিছু জমি পুকুর আমাদের দাদার। বাবার নামে সি এস রেকর্ড আছে আমাদের দখলে আছে , আমাদের পাশের কিছু লোক ও জমি ও পুকুরে কিছু অংশ আর এস জরিপ করেছে পরে বি এস জরিপে এসে আরো বেশি অংশ জরিপ করেছে, , এখন কি করা যায়
তারাতাড়ি সি এস নিয়ে বাটোয়ারা মামলা দেন।
ভাই সি এস রেকর্ড এ বাবার নাম। তার দুই ছেলে। কিন্তু এস এ রেকর্ড এবং আর এস রেকর্ড এ এক ছেলের নামে রেকর্ড করা। ২য় ছেলে কি তার অংশের ভাগ পাবে।
ভাই একটা বিষয় আপনার কাজ থেকে জানতে চাই।
এক জন ব্যক্তি এর দুইটা লাগ নাম্বার এর জমি।
দুই দাগের জমি দুই জনের কাছে বিক্রি করছে
ধরেন একটা দলিল এর দাগ নাম্বার ১৫৩০
আর একটা দলিল এর দাগ নাম্বার ১৫৩১
জমির মালিক ধরেন আবুবকর।
জমির মালিক আবুবকর ১৫৩০ এই জমিটি বিক্রি করছে মকছেদ এর কাছে।
আর একটা জমি ১৫৩১ দাগ নাম্বার এর জমি বিক্রি করছে আবদুল রহমান শেখ এর কাছে।
এখন দেখাছে ১৫৩১ দাগ নাম্বার টি মকছেদ এর নামে রেকর্ড হয়েছে।
আর আবুবকর এর নামে ১৫৩০ জমিটি রেকর্ড হয়েছে আছে।
আবার মকছেদ ১৫৩০ এই জমিটি আবদুল রহমান শেখ এর কাছে বিক্রি করছে।
এখন আব্দুল রহমান জমিটি আর খারিজ করতে পারছে না।
এখন করোনি কাজ কি।
News er Link ta dile upokrito hoitam
সহজ কথা খতিয়ানের ভিওি থাকবে হবে।
স্যার আমার নানার নামে (এ এস এবং সি এস)রেকর্ডে নাম আছে এবং বি আর এস রেকর্ডে অন্য জনের নাম জমিটা কিভাবে ফিরিয়ে আনা যায় জানাবেন ভাইয়া
আলহামদুলিল্লাহ
sir jodi kono jomir cs take sa rakod ar kono mil na thake tahole oi jomi ki tikbe .
এস খতিয়ানে একদাগে অনেক অংশীদার , পজেশন অনুযায়ী ভোগদখল করে আবার এস অনুযায়ী অংশীদার কিন্তু ভোগদখল করেনি কিন্তু অন্যকে দলিল করে দিলে কোনটা টিকবে দয়া করে জানালে উপকৃত হতাম
কেন আরএস রেকর্ড দিয়ে জমির মালিকানা দাবি করা যায় না?আর এস দলো সব রেকর্ডের সংশোধনী রেকর্ড।
আর এস রেকটেই যত ভূল আর দখলদার ঐ রেকটে এদের নাম ডুকিয়ে দিছে।
Thanks
Welcome
ভাই, আমার দাদারা দুই ভাই। 1922 সালে একটি জমি ক্রয়ের সময় আমার দাদার ভাই জমিটি তার নামে নিছে। কিন্তু পরবর্তীতে সকল রেকর্ড /খতিয়ানে আমার দাদার নাম আছে। এখন দাদার নামের অংশের জমিটি বিক্রয় করা যাবে?
ধন্যবাদ
দুর আর এস রেকর্ড দিয়ে যদি জমির মালিকানা না হওয়ায় যায়।তাইলে কি 2024 সালে আইন চালু করলেন
Sir aponar.chambare bekha korte chi.amar akta mamla korte hobe.
১৯৭১ সালেত অনেক দেশ ছেডেছে আর আসেনি এসএ রেকটে তারা মালিক আর এস রেকট দকল সুচতে মালিক এদের কি হবে
মামলা করলে ২০/ বছরের মধ্যে শেষ হবে না সুধু টাকার খেলা।
আসসালামুয়ালাইকুম
আপনি কোন মৌজার কাজগুলো করেন?
ধন্যবাদ প্রিয় ভাই
Vai amar ds ace kintu asa ar RSA record onnor name ache .ata niye Mabla korle ki ami jomita pabo.
আসসালামু আলাইকুম । ভাই একটা উপকার করে দিতে হবে আর এস খতিয়ান এস এ খতিয়ান কোনটি খুব গুরুত্ব
ভাই বাটোয়ারা মামলা হয় ১৯৬৯ সালে চালু হয় শেষ হয় ২০০৪ সালে এই মামলার বাদি হচ্ছে আমরা এবং আমাদের পক্ষে জেই দাগে সাহাম এর রায় দেয়। বিবাদী পক্ষে এই দাগে কোন সাহাম নাই কিন্তু আর. এস রেকর্ডে তাদের নাম আছে এখন কি তারা জায়গা পাবে।
ভাই এইটার পরামর্শ দিলে অনেক উপকার হইতাম।
ভাই আমার পূব পূরুসের জমি cs rs sa রেকট ঠিক আছে brs রেকট আমার চাচায় বেসি করেনিয়েছে এখন sa চার ভাগ brs দুই ভাগ এর কি করনিয় বলবেন প্রবাসি ভাই
amr dadar jomi khatian a name ase but amader kasa kono dolil nai amr dadar boro vai sob dokhl kre rekhese akhn ami joni pabo
সালামালাইকুম ভাই আমার জমি তিন গন্ডা আমার জমি খতিয়ান কোরিয়ার আধা ঘন্টা আরেকজনে নিয়ে গেছে আমি পাবো কিনা
কাগজ আছে কিন্তু দখলে নাই, জোর করে আর একজন দখল করে রাখছে, এখন যদি কাগজ আলার নামে রেকড না হয় তাহলে এই সব নিয়ম দিয়ে কি হবে।
জমি যদি স্ট্র্যামে লিখে দেয় তাহল জমি কি পাওয়া যাবে কি?
দলিলে আর এস দাগ আছে, বি এস দাগ ভুলে উঠায় নি, কিন্তুু নামজারী করার সময় বি এস দাগ চলে এসেছে, সেটা কি মালিকানা পাবো?
খতিয়ান যদি সরকারের নামে হয় মালিকের নামে কিভাবে করবো।
thank you...
ভাই ৩.৭৫ শতাংশ জমি কি ভাবে লিখতে হবে নামজারি করতে গেলে।একটু লিখে দিতেন কমেন্ট করে।
০.৩৭৫ অযুতাংশ
এস এ রেকর্ড মালিকের কাছ থেকে জমি ক্রয় করা ১৯৬৬ সালে নন রেজিঃ স্টাম্প মুলে যাহার ক্রয় মুল্য ৯৫ টাকা মাত্র।এর পরবর্তী সকল রেকর্ড ক্রয় করা মালিকের নামে। এই জমি ক্রয় করলে কোন ঝামেল/ভবিষ্যতে এর মালিকানা ঠিকবে কি না? জানালে উপকৃত হবো।ধন্যবাদ।
ভাই,আমার দাদারা ২ ভাই। ১ ভাই এর ওয়ারিশ আমাদের না জানিয়ে তাদের কিছু
জায়গা একই খতিয়ানের অন্য অংশিদারের কাছে বিক্রি করে দিয়েছে। তাতে আমরা অগ্রক্রয় মামলা করে (ভিটা বাড়ী) জায়গা ফেরত পাওয়ার অধিকার পাব কিনা জানালে উপকৃত হব।
হ্যালো ভাই আমার জমির আরোয়ার মাঠ পর্চা সবকিছুই আছে এবং ব্যাংক আমাকে টাকা দিয়েছেন বোন কিন্তু দখলে নাই এখন কিভাবে এটা আমি নেব
রেকর্ড কারেকশন মামলা, ২০১১ সালের মামলা এত দিনেও মিটছে না। এত দেরি করে কেন?
ভাই দশ শতাংশ জমি বিপি এখন আমি কি করতে পারি মাইরা দলিল নাই
আমি জানতে চাইতেছি দয়া করে বলবেন প্লিজ। আমার দাদা একটা জমি মসজিদএর মাঠের নামে দান করেছে কিন্তু তারা অন্য জমিতে মাঠ করেছে কিন্তু সে জমি আমার দাদার দখলে আছে। কিন্তু এখন তারা বলতেছে যে ঐ জমি আমরা নিবো। ও জমি তারা পাবে না। আমার দাদা পাবে। কারণ দলিলে লেখা আছে যে ঐ জমিতে যদি মাঠ না হয় পরবর্তীতে যে মালিক ছিলো সেই ব্যাক্তি জমি পেয়ে যাবে
স্যার,আসসালামু আলাইকুম। স্যার, সিএস,এসএ, খতিয়ানে মালিক পক্ষের মিল নাই, আবার আরএস অন্যের নামে। আবার আরএ সের মালিক অন্যের কাছে জমি বিক্রি করে দিছে, দলিলের মালিক নিজের নামে নাম জারি করে নিছে। আইনে জমি কে পাবে? জানালে কৃতজ্ঞ থাকবো।
ডিগ্রি করছে আমাদের জমি csa তে আমাদের রেকর্ড ---কিন্তু পরের একটা রেকর্ড এ আরেক জন এর কাছে গেছে---কিন্তু শেষ রেকর্ড হইছে সরকার এর নামে---ডিগ্রি কি ভেলিড??😊
ভাই বণ্টন নামা দলিল না করে জোর করে জায়গা বিক্রি করে দিলে এই দলিল কি ভাবে বাতিল করব জানাবেন।
জনাব,আমি একটি জমি ক্রয় করেছি২০১১সালে তখন আর এস জরিপ হয়েছে যার ডিপি পর্চা ছিল কিন্তু জমির দলিলে এস এ দাগ খতিয়ান সঠিকভাবে লেখা হলেও ডিপি পর্চার শুধু খতিয়ান নম্বর লেখা হয়েছে দাগ নম্বর লেখা হয়নি।ফলে আমি আর এস খারিজ খতিয়ান করতে পারছি না।আমার করনীয় কি? দয়া করে জানালে উপকৃত হবো।
ভাল
ভাই আপনি কিন্তু কনটেন্ট আমাদের প্রাইম মিনিস্টার কে নাম কি কারণে? কোন ক্ষমতা বলে? আশা করি সঠিক উত্তর দিবেন এবং এ ধরনের তথ্য থেকে দূরে থাকবেন।
আমার জমি অন্যর দখলে । কাগজপত্র সবকিছু ঠিক আছে।।। যদি উচ্ছেদ মামলা করি কতদিন টাইম লাগবে প্লিজ জানাবেন
62 রেকর্ডে জমির পরিমাণ ছিল 32 শতাংশ এবং93রেকর্ডে 29 শতাংশ এই 3 শতাংশ জমি কিভাবে ফেরত পাব।
Ai problem amader jomir o hoice akon ki kora jabe vi.
RSওBs রেকট আছে ভুল বসত এনিমি কিন্তু দিয়ারা জরিপে মালিকের জায়গা রেকর্ডের কমএটা কি করে রেকর্ড ঠিক করতেহবে বলবেন কি স্যার
স্যার,, বৃটিশ আর ৬২ খতিয়ান
আছে।। কিন্তু সেই সব জমি আমাদের দখলে নেই।।
কি করনীয় এখন???
পৈতৃক সম্পত্তি, এস এ এবং আর এস রেকর্ড ছেলেদের নামে উঠেছে, এক্ষেত্রে মেয়েরা কি জমি পাবে?
পাবে
ভাই বালাম বইতে আমার দাদার নাম কিন্তু অনলাইন এ আর একজন এর নাম করে নিয়েছে এখন অনলাইন এ আমার দাদার নাম কিভাবে অনলাইন এ দিব পরামর্শ চাই
ভারতের দয়া আইন মনে হয় ভাই।বি এসে রেকর্ড হলে কথাটা ঠিক ছিল।
আমার দাদা এস এ,আর এস পর্চা নাম আছে। কিন্তু সিএস এ নাই, এখন আমরা কি এই জমি দাবি করতে পারবো?
Help comment...
আমার বাবার জমির দলিলে আছে ৩৫ শতক, খতিয়ানেও আছে
৩৫ শতক কিন্তু নকশাতে হয়ে আছে ৩০শতক।
এখন আমি কি করতে পারি..?
ভাই আমার বাবার দাদার নামে cs. Sa নামে খতিয়ান।। দখল আছে rs. bs দখলে জমি আছে আমরা কি জমিন ফেরত পাবো
ভাই ২০০২ সালে আমার বাবাকে ভুল বুঝিয়ে, চাচারা ৬ শতকের কথা বলে আরো ৪০ শতাংশ জমি বেশি লেখে নিয়েছে, দাম দিছে মাএ ৮০০০ টাকা বাড়ি ভিটা জমি ২ দাগের
Thanks
এবং সিএসএস আরোয়ার মাঠ পর্চা সবকিছু আছে দখলে নাই এখন আমি দলিল পাব কোথায় এবং আদর দলিল আছে কিনা আমি জানিনা
ভাই আমি আপনার কাছে জানতে চাই সি এস খতিয়ান আমার দাদার নামে কিন্তু বি এস খতিয়ান আর এস খতিয়ান অন্য লোকের নামে আমাদের পরিবারের কেউ জমিন বিক্রি করে না এখন জমি কি পাওয়া যাবে
সিএস খতিয়ান এবং আপনাদের লাস্ট খতিয়ান যা আছে তা নিয়ে তারাতারি ভালো দেওয়ানী আইনজীবি দিয়ে বাটেয়ারা মামলা দেন। যেমনটা আমি দিছে।
আমরা জমি কিনবো,,,আর এস রেকর্ড আছে,,কিন্তু এস এ রেকর্ড নেই,,তাহলে কি জমি কেনা যাবে??
আসসালামুয়ালাইকুম ভাইজান এই বিষয় নিয়ে একটু আলাপ করবেন আমার নানার জমিন তার বাবার নামে এসে আর এস দুটোই আছে কিন্তু বি আর এস রেকর্ড অন্যের নামে এবং সে জমিটি দখলে দীর্ঘ অনেকদিন যাবৎ কিন্তু আমরা যখন জানতে চাই সে বি আর এস রেকর্ড টি কিভাবে করল সে আমাদের কোন দলিল দেখাতে চায় না এখন আমরা কি জমিটি ফিরে পেতে পারি তাহলে কিভাবে প্লিজ জানাবেন
সঠিক সিদ্ধান্ত
Sir
আমি আপনার কাছে জানতে চাইছি
CS এবং AS রেকর্ডের মালিক যেমন আমার বাবা আবার RS রেকর্ডের আরেক জনের নাম আসছে এবং কোন দলিল নাই বা কোন প্রমান দেখাতে পারছেনা সে ক্ষেতে জমির মালিক কে হবেন স্যার আমার এই প্রশনের উওরটি কি দিবেন স্যার।
আমি নাইম
কালিগঞ্জ
গাজীপুর থেকে
ধন্যবাদ স্যার
সার আমার বাড়ির দলিল আছে ভুলে মাঠ রেকর্ড একটু কম হয়েছে এটা কিভাবে আমি পাব।
28 year age jomi kinche ekhn tara ese bolteche j ami jomi pabo.amr vai bikri korse ami toh kori nai taile ki kora lgbe ektu bolen?
ভাই আমি 1999সালে জমি কিনেছি আম মোক্তার নামা দলিলে CS SA দাগ খতিয়ান নাম্বার লেখা আছে, সবশেষ RS দাগ খতিয়ান নাম্বার নেই কিন্তু আমার জমি ক্রয়ের দলিলে CS,SAও RS দাগ খতিয়ান উল্লেখ আছে এখন আমার ঐ জমির নামজারি আবেদন কিভাবে করতে হবে। কারণ ভূমি অফিসে নায়েব সাহেব পাওয়ার নামা দলিলে বর্তমান RS দাগ খতিয়ান নাই বলে আবেদন বাতিল করে দেয়।
rs খতিয়ানে দুই জনের নাম আছে কিন্তুএক জন অপর জনকে না দাবি দলিল reg করে দিয়েছে তা হলে জমিটা কে পাবে?
Upnar sathe jogajog korbo kivabe
ভাই যদি আর ওআরসিএস থাকে অন্যজনের নামে আমাদের নামে সকাল কাগজ পাতি বায়া কাউলা সাপ কাওলা সব ধরনের কাগজ পাতি আমাদের নামে তাইলে এ জমি কে পাবে এ সমস্যা ১২ বছর ধরে চলতাছে প্রায়
একজন মানুষ একশত বৎসর যাবৎ মালিকানা নিজের অর্থের প্রয়োজন এস এ পর বিক্রি করে আর এস মালিকানা অর্জন করা হয়েছে তাহা কি ভাবে পাশ কাটিয়ে যাবেন।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, ভাই আমার দাদার নামে ৫০ শতাংশ জমি আছে। দলিল সাবক কাবলা। বিআরএস রেকোটের সময় সেটা অন্যদের নামে উঠানো হয়েছে ৪৪ শতাংশ। বাকি ৬শতাংশের রেকর্ড হয়নি। এখন আমি কি করতে পারি???
সিএস রেকডের মালিক আমি কিন্তু জমি কবলা দিছি ৪০ বসর আগে এখন ঐ জমি যে কবলা নিছে সে এখন নিজের জমি দাফি করে, এখন আমার কি করোনিও আছে,এর মাঝে ২০০০ সালের আগে মামলাও হয়েছিল এই জমি নিয়ে বাটোয়ার মামলা হঠাৎ মামলার বাদী মারা যায় তারপর আর মামলা চালানো হয় না এখন কি করনীয়
আর এস খতিয়ান বিষয়ে আদালতের রায়ের সিদ্ধান্ত কপি পেতে চাই বস
How can I meet or call with u
কোন ব্যক্তি মারা গিয়েছে, তার এস এ রেকর্ডীয় মালিকের থেকে তার ক্রয়কৃত জমির সকল ওয়ারিশ দেশে নেই। ঐ ব্যক্তির কোন এক শরীক লিগালী খাজনা দিয়ে জমি নামজারী করতে চায়। জমি মৃত লোকের নামে আর এস রেকর্ড করা আছে? কাগজপত্র ধারাবাহিক ভাবে সঠিক আছে। ভুমি অফিস খাজনা নিতে চায় না। এখন কি করবো
12 বছর যাবত রেকর্ড সংশোধনী মামলা চলে কি করতে পারি এখন বলবেন কি স্যার
স্যার আমার আর এস খতিয়ানে ২ ভাগের এক ভাগ করচে বিএসে এসে ৬ ভাগের এক ভাগ করচে আর দকলে আচে আমাদের ৩ ভাগের ১ ভাগ।এখন কি হবে😊
আমার দাদার জমি তিন ছেলে দুই কন্যার রাখিয়া মারা জান তিন ছেলে সমান সমান ভাগ করিয়া নেন বর্তমান আর এস তিন ছেলে অংশ হায়ে অংশ দিরেছে আমি আমার অংশ না রেনে আমি আমার অনের চাচার অংশগ্রহণ করেছি তাতে আমি কি জমি পাব সে হল বাড়ীবিটা পচায় বাড়ী
আমার দাদারা ৫ভাই বড় দাদা সি এস মূলে ১০ শতক জমি কিনেছেন পরবর্তীতে৷৷ আর এস ,বিএস সব দাদার নামে এসে যায় এখন বড় দাদা ১০ শতক জমির মালিক হবে কি না একটু জানাবেন আপনা নাম্বারটা দিবেন
কযেকটা জমিন থাকলে কি হিসাবের টা রেক জমিন বিক্রি করা যাবে
আগের রেকর্ড ও পরের রেকর্ড এবং নাম বলতে যেয়ে কোথাও একটি গলদ হয়েছে।
আর এস রেকর্ড এসে মানুষকে প্রচুর ভোগান্তি পোহাতে হচ্ছে।
ভাই জমিটা আমার বাপের দাদার।তারা তিন ভাই। আমার বাপের বয়স যখন তিন মাস তখন আমার দাদা মারা যান। তাই s a রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করে নাই আমার আরেক দাদা। জালিয়াতি করে নিজের নামে r s করে নিয়েছে । কিন্তু আমার দুই ফুফুর নাম অন্তর্ভুক্ত করে s a রেকর্ডে । কিন্তু r s a তাদের ও নাম বাদ দিয়ে দেন।এখন কি জমি দেওয়ানি আদালতে মামলা করব জানালে বড় উপকার হত ভাই
সি এস খতিয়ানে দুই ছেলে এবং তার স্ত্রী নামে হয়। কিন্তু তাদের দুই মেয়ে ছিল। এই দুই মেয়ের নাম পরবর্তীতে এস এ খতিয়ান এ না আসলেও তাদের অংশটুকু যাদের কাছে বিক্রি করেছে তাদের নাম এস এ খতিয়ানে আসছে এবং আর এস খতিয়ান আসছে। এক্ষেত্রে এস এ খতিয়ানে যাদের নাম আসছে দলিল মূলে এবং রেকর্ড মূলে তারা কি মালিক হবে ?
RS রেকর্ড মুলে জমির মালিকানা দাবি করা যাবে না। উচ্চ আদালতের আদেশের কপি কি ভাবে পেতে পারি। খুবই উপকৃত হব।
৬২ রের্কড এর জমি ভূমিহীন করে নেওয়া যায় কি??
ভাই আমি একটি জমি কিনতে চাই জমির মালিক এর কাছে দলিল ও আর এস ঠিক আছে কিন্তু এস এ তে অন্ন মালিক জার সাথে বর্তমমান মালিকের কন সমপিকততা নাই কিন্তু খোজ নিয়ে দেখকাম তারা বহু বছর ধরে দখল করে খাচ্ছে এলাকার লোক বা চোহারধিতে যারা আছে সবায় বলে এ জমির মালিক ইনি এ জমি কি কেনা যাবে?
সি এস কার নামে? সি এস এর ওয়ারিসদের কাছ থেকে কিনলে ঠিক হবে।
স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করছি। আমার সমস্যা হচ্ছে, আমি S A, RS রেকর্ড মুলে জমি কিনেছি ২৫ এর মধ্যে ৮ শতক। অন্য এক প্রতিবেশী ৬২ সালের ফটোকপি দলিল দিয়ে মামলা করেছে রেকর্ড সংশোধন ও দখল পনু: উদ্ধার এর। এই জমি ৭০/৮০ বছর ধরে আমাদের দখলে। পরে কোটের ডাবল লকারে খোঁজ খবর করে ইনফরমেশন স্পিপ পেয়েছি ৫২ সালে দাখিলা মুলে এটা নেওয়া। মামলায় কি রায় আসতে পারে। আমাদের বাড়ি যাওয়ার পথ সহ জমি।জানালে খুবই উপকার হতো। ধন্যবাদ
উনি টাকা ছাড়া পরামর্শ দেন না
কবুলিয়াতি দলিল কত সালের কতো তারিখ থেকে বাতিল হয়েছে কারো জানা থাকলে বলবেন
আমার বাবা ১৯৭৩ সালে তাঁর দাদীর জমি ক্রয় করেন বেশ কিছু দাগে। ৪_৫ বছর আগে ১টা দাগের জমি অন্য একজন ক্রয় সূত্রে মালিক বলে দাবি করলে আমি দেখলাম বাবার দলিলে জমির দাগ উঠাতে দলিল লেখক ভুল করেন তবে cs দাগ ঠিক আছে কিন্তু RS দাগ ভুল আছে ৭১৬ হতো কিন্তু লিখেছে ৭১৩। আমি জমিটা ছেড়ে দিয়েছি ।এখন আমার করণীয় কী এবং জমিটা আমি কী পেতে পারি??
স্যার আমাদের জমি আর. এস. মূলে অর্পিত সম্পত্তি ক তফসিলে রের্কড হয়েছে ২০১২ সালে। আমাদের দেওয়ানী মামলায় দুইটি রায় ও পেয়েছি । আমার প্রশ্ন হচ্ছে আর কিভাবে আমার এ সম্পত্তি ক তফসিল হতে অবমুত্ত করতে পারব? প্রায় ১৭ বছর হতে চলছে। যদি একটা পরামর্শ দিতেন বা এই বিষয়ে কোন ভিডিও দিতেন তাহলে আমরা ভুত্তভোগীরা উপকৃত হতাম। ধন্যবাদ