আমি মোঃ ইউসুফ। চাঁদপুর জেলার ফরিদগঞ্জে থেকে। আমার বর্তমান ৫ টা পুকুর আছে ( লীগ নেওয়া)। আমি মিশ্র মাছ করি। আগে আমি রেনুর চাষ করতাম। তবে একটা পুকুরে এখনো রেনু আছে। Sir আপনি মাছ চাষের জন্য বিভিন্ন পোষ্ট দিয়েছেন, এতে আমার অনেক উপকার হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জনাব আপনি বিভিন্ন উপাদান দিয়ে একটি ৫০ কেজি অথবা ১০০ কেজি মিশ্র ( ডাল, কুড়া, খুদ, শুঁটকি গুঁড়া ও অন্যান্য উপাদান সহ) ভিডিও পোস্ট দিবেন। দয়া করে দিবেন। যদিও আপনি অনেক পোস্ট দিয়েছেন। তার পরেও দিবেন, এতে আমাদের অনেক এর বুঝতে সুবিধা হবে।
স্যার আমি ঠাকুর গাঁও থেকে। আমি আপনার you tube চ্যানেলের প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করছি। আপনার ভিডিও গুলো দেখে অনেক কিছু শিখছি। আমি একজন নুতন মাছ চাষি।আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। ও একটা বিষয় জানার ছিল মাসিক পরিচর্যা হিসেবে কোনটির পরে কোনটি প্রয়োগ করতে হবে মানে মাসের শুরুতে চুন আগে নাকি রাসায়নিক সার আগে নাকি খড়, মোলাসিস কোনটার পর কোনটা সেটার ধারাবাহিকতা যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।
ইউরিয়া 50 গ্রাম, টিএসপি 50 গ্রাম পটাশ 10 থেকে 12, পরিমাণমতো পানির সাথে সুন্দর করে গুলিয়ে নিয়ে সপ্তাহে একদিন ছিটিয়ে দিব, এভাবে যত দিন মাছ থাকবে ততদিন দিতে হবে? আর মাছ যখন বড় হবে তখন কি একই পরিমাণে সার দিতে হবে? আর জৈব সারের সাথে খোল কতটুকু দিব দয়া করে জানাবেন স্যার
App ka savi video dekhke bahut atcha lagta hai..aj taj kisine v apki jaisa video nehi banaya..thanks again for making very informative and most usefull video..
This video is full of important information. Great and nice job. Thank you, sir. But one request. Video capture and light quality need to improve. I mean the camera was shaking so much. I hope you understand better and will take action in your next video. Thanks again.
Respected Sir I am Sekhar Das from Balurghat, India, I regularly follow your advise and opinion on youtube...I seems it is very helpfull for all farmers who are engage with aquaculture.....ami apnar paramarsha follow kare 40 shatatak pukure machh chash shuru korechhi...400 pice rui(250gm), 85 pice katla(250gm) 200 pice mrigel, 40 pice amur carp (300gm)diyechhi 3 mas holo, 4 mas valo culture kore egulor size akekta kato hoya uchit...janale akta idea pabo je ami success hobo kina...
আবদুল লাতিফ সার, আস সালাম ওয়ালাইকুম। আপনার আমিষের ব্যবহার প্রোগ্রাম দেখে ভাল লাগলো।আমি বায়ফ্লোকে চাষ করি এটাতে বানানো খাবার তৈরি করার জন্য,পলিশ৩০ কেজি,সোয়াবিন,১৫ কেজি,সরিসার খৈল,১৫ কেজি,ভুট্টা ৭ কেজি।এনেছি। এ গুলো মিক্স করে, ৫০০০ মনোসেক্স তেলাপিয়ার সুসোম খাদ্য হবে কি? বয়স দু মাস।ভিজানো অবস্হায় কত টুকু দিব।পুর্বে দিতাম ভাসমান খাবার।না হলে আর কি প্রয়োগ করতে হবে? ৷ জানালে উপকৃত হব।
স্যার খৈল গোবর ৫ দিন পচিয়ে বা খড় দিয়ে বিঘা প্রতি ৫ কেজি ডিএপি দিতে বলেছেন তা ছাড়াও কি প্রতি সপ্তাহে ৫০ গ্রাম টিএসপি ৫০ গ্রাম ইউরিয়া ও ১০ গ্রাম পটাশ সার দিতে হবে? জানাবেন প্লিজ
মহাশয়, আপনাকে আমার অশেষ ধন্যবাদ। নিয়মিত আপনার পোস্ট গুলি দেখছি এবং জথেষ্ট গ্যান জ্ঞান অর্জন করেতে পেরেছি। আমি একটি পুকুর কাটিয়েছি (100' x 62' x 4') কিন্তু পুকুরের তলায় সম্পুর্ন গ্রেনাইট পাথর বেরিয়েছে। লেশমাত্র মাটি নেই। এমতাবস্থায় পুকুরের তলদেশে, প্রস্তুতিকাল মাটি ঢালার প্রয়োজন আছে কি। এ প্রশ্ন আগে ও করে ছিলাম কিন্তু উত্তর পাইনি। দয়া করে যদি বর্ননা করেন কৃতজ্ঞ থাকিব। ধন্যবাদ, গনেশ চন্দ্র বিশ্বাস, মহারাস্ট্র
Sir amar pronam niben. Apni bolchen koil ta 5din pochiye tar songe program korar somy DAP guliye dite r URIYA abong POTAS ki guliye debo na?Kindly janaben.
DAP এর মধ্যেই TSP এবং UREA আছে; আর Micro nutrient হিসাবে গোবর থেকে MOP পাওয়া যাবে। তবে সিলভার কার্প এর সংখ্যা একটু বেশি থাকে তাহলে DAP এর অর্ধেক ইউরিয়া এবং তার অর্ধেক Mop দিতে পারেন।
ফেব্রুয়ারি মার্চ মাসে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরী করার জন্য শরিষার খৈল এর সাথে সার প্রয়োগ করা যাবে কি?? তথ্য জানা ভাইদের পরামর্শ চাচ্ছি। বিদ্রঃ আমি নতুন উদ্যক্তা মাছ চাষে
Joibo sar hisabe khoil dile ta sotoke koto poriman debo. Joibo sar deoyar koto din por rasaonik sarta Debo r khoil ta kotodin vijiye debo please janaben sir.
স্যার ,আপনি বলেছিলেন পুকুরে ইউরিয়া সার প্রাকৃতিক ভাবে তৈরি হওয়ার অনেক রাস্তা আছে। তাই আমি জানতে চাচ্ছি ,যদি শুধু ডিএপি এবং সাথে প্রয়োজনমতো পটাশ ব্যবহার করি, রাসায়নিক সারের প্রয়োজনটা মিটবে ? নাকি আলাদাভাবে ইউরিয়া দরকার আছে ?
আমার পুরানো পুকুরে এবছর রুই-কাতলা ছেড়েছি কিন্তু সেই পুকুরে থাকা পূর্বের টাকি-মাছ কেন প্রতিদিন ৪/৫টা করে মরে যাচ্ছে? আবার এবছরের নতুন পুকুরে রুই-কাতলার চারা ছেড়েছি, কাল দেখলাম একটা সাপ ও একটা ব্যাঙ্গ মরে ভেসে ঊঠেছে! সম্ভাব্য কারণটা কি হতে পারে? দয়া করে আমাকে আপনার সুচিন্তিত মতামত জানালে খুব উপকৃত হোই।
স্যার,আসসালামুআলাইকুম আমি রেজাউল ইসলাম-বাগেরহাট আমার কৈ মাছের বানিজ্যিক চাষ খাবার গ্রহনের পরিমান কমে যাওয়ায় হ্যাচারির মালিক পরামর্শ দেন লবন এবং পটাশ সার গুলিয়ে প্রয়োগ করতে দয়াকরে বলবেন এটা যৌক্তিক কিনা? খাবার খাওয়ার পরিমান কমে গেলে কি করবো? আমি একেবারেই নতুন চাষি।
Nomaskar sir. Ami India theke bolchi. Amar pukure 12din age poriman moto gubor sir diyechi to akhon ki sudhu D. A. P uria abong potas sari diya jabe ki na please janaben. Ar age ami onek comment korichi kintu apni kono answer Denni. Kindly amar ai answer ta diben.
আমার পুকুর এর মোট আয়তন 200 শতাংশ, পানির ঘনত্ব 10 ফুট পুকুর প্রস্তুতির সময় প্রতি শতাংশে আড়াই কেজি করে চুন দেয়া হয়েছে, এখন আমি চাচ্ছি ধানী পোনা ছাড়ার জন্য তাতে মোট 200 শতাংশে মিশ্র মাছের ধানী পোনা কত কেজি ছাড়বো আমাকে জানালে আমি খুবই উপকৃত হব স্যার
Dis Goalpara Assam SAR ami nutun mas chashi korar poruti niyase 30 biga ariya amar joler Toler Soho mati kalo panir Kalar anarjono Ami ki kortepari Asha Kori SAR poramosho pamu
i guess im asking randomly but does anybody know of a tool to get back into an instagram account? I somehow forgot my login password. I appreciate any assistance you can give me!
@Hugo Forest thanks so much for your reply. I found the site on google and im trying it out now. I see it takes a while so I will get back to you later with my results.
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু স্যার আমি ইস্ট ব্যবহার করিনি ইস্ট ব্যবহার করতে চাচ্ছি এটা কি ফিটের সঙ্গে মিক্সচার করে দিব শতকে কতটুকু দিব প্রতিদিন না সপ্তাহে একটু পদ্ধতিটা জানাবেন স্যার প্লিজ
স্যার আমি ভারতের ত্রিপুরা থেকে আপনার ভিডিও নিয়মিত দেখি এবং আমি আপনার একজন ছাত্র। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার।
স্যার,আললাহ পাক আপনাকে ততদিন হায়াৎ দান করোক যতদিন চন্দ্র সুর্য উদয় হয়।
আসসালামু আলাইকুম, স্যার আপনার ভিডিও গুলো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আল্লাহ, আপনাকে সুস্থতা ও নেক হায়াত দান করুক।
আল্লাহ্ আপনাকেও রহম করুন।
@@abeedlateef8059 ❤️❤️❤️
আপনার প্রতিটি কথা এবং ভিডিও তথ্য বোমার মত। আপনার সুস্বাস্থ্য কামনা করি স্যার। MD Hridoy from South Korea
স্যার আপনাকে আল্লাহ্ সুস্থ রাখুন।।জ্ঞানের আধার আপনি।। আমাদের জনানোর জন্য ধন্যবাদ।
আল্লাহ্ আমাদের সফল করুন।
আপনার অফুরন্ত ইচ্ছেশক্তি আমাদের অনুপ্রেরণা যোগায়।দোয়া ও ভালোবাসারইল।
আল্লাহ্ আমাদের সবাইকে হেফাজত করুন। ♥️♥️♥️♥️
@@abeedlateef8059 ধন্যবাদ মহোদয় ❤️❤️
অনেক ধন্যবাদ স্যার । বাংলাতে এরকম একটা চ্যানেল বানানোর জন্য।
আমি মোঃ ইউসুফ। চাঁদপুর জেলার ফরিদগঞ্জে থেকে। আমার বর্তমান ৫ টা পুকুর আছে ( লীগ নেওয়া)। আমি মিশ্র মাছ করি। আগে আমি রেনুর চাষ করতাম। তবে একটা পুকুরে এখনো রেনু আছে।
Sir আপনি মাছ চাষের জন্য বিভিন্ন পোষ্ট দিয়েছেন, এতে আমার অনেক উপকার হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জনাব আপনি বিভিন্ন উপাদান দিয়ে একটি ৫০ কেজি অথবা ১০০ কেজি মিশ্র ( ডাল, কুড়া, খুদ, শুঁটকি গুঁড়া ও অন্যান্য উপাদান সহ) ভিডিও পোস্ট দিবেন।
দয়া করে দিবেন।
যদিও আপনি অনেক পোস্ট দিয়েছেন। তার পরেও দিবেন, এতে আমাদের অনেক এর বুঝতে সুবিধা হবে।
This video is very awesome & it's also important to all kind of farmers. Thank you sir for this fantastic video...
Thanks a lot, Brother!
স্যার আমি ঠাকুর গাঁও থেকে। আমি আপনার you tube চ্যানেলের প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করছি। আপনার ভিডিও গুলো দেখে অনেক কিছু শিখছি। আমি একজন নুতন মাছ চাষি।আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। ও একটা বিষয় জানার ছিল মাসিক পরিচর্যা হিসেবে কোনটির পরে কোনটি প্রয়োগ করতে হবে মানে মাসের শুরুতে চুন আগে নাকি রাসায়নিক সার আগে নাকি খড়, মোলাসিস কোনটার পর কোনটা সেটার ধারাবাহিকতা যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।
প্রয়োগের কারণ সম্পর্কে ধারণা পরিষ্কার থাকলে ধারাবাহিকতার ব্যাপারটা বুঝতে পারবেন।
স্যার আমি ইন্ডিয়ার আসাম থেকে আপনার ভিডিও প্রায় দেখি আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
💖💖💖💖💖
Bhai, 40 kg drum e 1 🥄 npk, 1 🥄 potash, 1 🥄 tsp, 1 🥄 boron, 1 🥄 dap diyechi. Kono problem Hobe? Cucumber lagabo inshallah.
অনেক ভালো লাগলো। তবে ভিডিও করার সময় আলো আরও দিতে হবে। আরও ভিডিও করার জন্য অনুরোধ করছি।
RABIUL ALAM
আপনাকে অনেক ধন্যবাদ ।
আসলে সীমিত সুবিধার কারনে এমনটা হচ্ছে।
চেষ্টা করব ভাই।
Alhamdulillah, অনেক সুন্দর তথ্য dear
ধন্যবাদ স্যার সার বিশয়ে ভালো একটা টিপস দেয়ার জন্য।
ইউরিয়া 50 গ্রাম, টিএসপি 50 গ্রাম পটাশ 10 থেকে 12, পরিমাণমতো পানির সাথে সুন্দর করে গুলিয়ে নিয়ে সপ্তাহে একদিন ছিটিয়ে দিব, এভাবে যত দিন মাছ থাকবে ততদিন দিতে হবে? আর মাছ যখন বড় হবে তখন কি একই পরিমাণে সার দিতে হবে? আর জৈব সারের সাথে খোল কতটুকু দিব দয়া করে জানাবেন স্যার
নতুন পুকুর কিভাবে তৈরি করতে হবে এবং সার থেকে সব জিনিস কখন কি পরিমাণ দিতে হবে সব বিস্তারিত একটি টিপস্ দিবেন স্যার।
App ka savi video dekhke bahut atcha lagta hai..aj taj kisine v apki jaisa video nehi banaya..thanks again for making very informative and most usefull video..
gyan krishna
Thanks a lot.
I will try my best to produce more videos considering the marginal farmers.
Love from India....Sob sar gulo ki aksonge gulay Pukure dewa jabe bolben sir...
যাবে।
JAJAK-ALLAH-KHAIRAN.
This video is full of important information. Great and nice job. Thank you, sir. But one request. Video capture and light quality need to improve. I mean the camera was shaking so much. I hope you understand better and will take action in your next video. Thanks again.
আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
Thanks for quick response.
গলদা চিংড়ি মাছের সাররে পরিমান
@@abeedlateef8059 গলদা চিংড়ি মাছের সাররে পরিমান
Respected Sir I am Sekhar Das from Balurghat, India, I regularly follow your advise and opinion on youtube...I seems it is very helpfull for all farmers who are engage with aquaculture.....ami apnar paramarsha follow kare 40 shatatak pukure machh chash shuru korechhi...400 pice rui(250gm), 85 pice katla(250gm) 200 pice mrigel, 40 pice amur carp (300gm)diyechhi 3 mas holo, 4 mas valo culture kore egulor size akekta kato hoya uchit...janale akta idea pabo je ami success hobo kina...
পুকুর তৈরী করার সময় মহুয়া খোল না দিয়া কেবল রাসায়নিক সার এবং জৈব সার দিয়া পুকুর তৈরী করা যাবে কী?(kolkata West Bangal)
আবদুল লাতিফ সার,
আস সালাম ওয়ালাইকুম। আপনার আমিষের ব্যবহার প্রোগ্রাম দেখে ভাল লাগলো।আমি বায়ফ্লোকে চাষ করি এটাতে বানানো খাবার তৈরি করার জন্য,পলিশ৩০ কেজি,সোয়াবিন,১৫ কেজি,সরিসার খৈল,১৫ কেজি,ভুট্টা ৭ কেজি।এনেছি। এ গুলো মিক্স করে, ৫০০০ মনোসেক্স তেলাপিয়ার সুসোম খাদ্য হবে কি? বয়স দু মাস।ভিজানো অবস্হায় কত টুকু দিব।পুর্বে দিতাম ভাসমান খাবার।না হলে আর কি প্রয়োগ করতে হবে?
৷ জানালে উপকৃত হব।
ধন্যবাদ স্যার, DAP সার কি পরিমান দিব?
50/50/10
স্যার খৈল গোবর ৫ দিন পচিয়ে বা খড় দিয়ে বিঘা প্রতি ৫ কেজি ডিএপি দিতে বলেছেন তা ছাড়াও কি প্রতি সপ্তাহে ৫০ গ্রাম টিএসপি ৫০ গ্রাম ইউরিয়া ও ১০ গ্রাম পটাশ সার দিতে হবে? জানাবেন প্লিজ
দাদা ,গবর,ইউরিয়া,ছুপার,খৈল,মিস করে কতোদিন পর দিতে পাখি, জনাবেন
স্যার অন্যান্ন খাবারের সাথে ডিমের খোসার গুড়া করে খাওয়ানো যাবে কিনা।কারন অনেকে বলে ডিমের খোসায় ৯৫%ক্যালসিয়াম থাকে
Sir, D A P সার ব্যবহার করলে, আবার ইউরিয়াও কি দিতে হবে? কারণ D A P মধ্যে ইউরিয়া থাকে
না। ১০ কেজি ডি এ পি তে ১০ কেজি টি এস পি এবং ৪ কেজি ইউরিয়া থাকে
স্যার খুব ভালো লাগলো
💖💖
You are very very good Master.
ধন্যবাদ চার আপনাকে
স্যার,লোনা পানিতে বাগদা,চিংড়ি চাষ পদ্ধতি টা দয়াকরে একটু শেখান।
Thanks sir
💖💖💖💖💖💖
মহাশয়, আপনাকে আমার অশেষ ধন্যবাদ। নিয়মিত আপনার পোস্ট গুলি দেখছি এবং জথেষ্ট গ্যান জ্ঞান অর্জন করেতে পেরেছি।
আমি একটি পুকুর কাটিয়েছি (100' x 62' x 4') কিন্তু পুকুরের তলায় সম্পুর্ন গ্রেনাইট পাথর বেরিয়েছে। লেশমাত্র মাটি নেই। এমতাবস্থায় পুকুরের তলদেশে, প্রস্তুতিকাল মাটি ঢালার প্রয়োজন আছে কি। এ প্রশ্ন আগে ও করে ছিলাম কিন্তু উত্তর পাইনি। দয়া করে যদি বর্ননা করেন কৃতজ্ঞ থাকিব।
ধন্যবাদ,
গনেশ চন্দ্র বিশ্বাস, মহারাস্ট্র
আপনি খুঁজুন! আমি উত্তর দিয়েছি কিন্তু ভাই।
সুনদর
চমৎকার
ধন্যবাদ স্যার
রেনু পোনা চাষের বিষয়ে একটা ভিডিও বানান ।
স্যার রেনু চাষের পুকুর ব্যবস্থাপনাই কী গোবর টি এসপি সার প্রয়োগ করা যাবে
Sir amar pronam niben. Apni bolchen koil ta 5din pochiye tar songe program korar somy DAP guliye dite r URIYA abong POTAS ki guliye debo na?Kindly janaben.
DAP এর মধ্যেই TSP এবং UREA আছে;
আর Micro nutrient হিসাবে গোবর থেকে MOP পাওয়া যাবে।
তবে সিলভার কার্প এর সংখ্যা একটু বেশি থাকে তাহলে DAP এর অর্ধেক ইউরিয়া এবং তার অর্ধেক Mop দিতে পারেন।
Sir Thanks from India Tripura . Sir pls tell me How much DAP Urea TSP Patas I can use in how many days of intervals in 1 hector pond..
পুকুরে সব সময় পানি 5থেকে 7ফুট থাকে প্রতি শতাংশে কত টুকু চুন প্রয়গ করব,,প্লিজ জানাবেন।
স্যার, ডি এস পির ব্যাবহার কতটুকু বললেন না
Excellent:,-)
Great work sir
স্যার মরুভূমি আবু ধাবি থেকে দেখি।১৯২ পর্বে রিগার ভিটাকেয়ার নিয়া আপনার মন্তব্য ওমূল্যয়ন শুনতে চাই।
Asssalamualikum sir.
Tilapiar kabarer list a konta koto persent mix kore kabar ready kora jai.aktu bujaiya bolben
Thanks❤❤sir
Most welcome!
ফেব্রুয়ারি মার্চ মাসে পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরী করার জন্য শরিষার খৈল এর সাথে সার প্রয়োগ করা যাবে কি?? তথ্য জানা ভাইদের পরামর্শ চাচ্ছি।
বিদ্রঃ আমি নতুন উদ্যক্তা মাছ চাষে
জী, যাবে।
আসসালামু আলাইকুম স্যার আমার পুস্কুনির মধ্যখানে সার ছিটানোর সম্ভব হয় না. চারপাশে ছিটিয়ে দিলে কি হবে?
Joibo sar hisabe khoil dile ta sotoke koto poriman debo. Joibo sar deoyar koto din por rasaonik sarta Debo r khoil ta kotodin vijiye debo please janaben sir.
খইল শতকে ১৫০-১৬০ গ্রাম ৫ দিন পচিয়ে দিবেন। সাথে সমপরিাণ DAP গুলিয়ে দিবেন।
সালাম নিবেন,,, স্যার DAP, সার যদি পুকুরে ফাইটুপ্লাংটন এর জন্য ব্যবহার করি,,শতকে কত গ্রাম করে দিতে হবে,,,????
শতকে ২০০ গ্রাম
স্যার ,আপনি বলেছিলেন পুকুরে ইউরিয়া সার প্রাকৃতিক ভাবে তৈরি হওয়ার অনেক রাস্তা আছে। তাই আমি জানতে চাচ্ছি ,যদি শুধু ডিএপি এবং সাথে প্রয়োজনমতো পটাশ ব্যবহার করি, রাসায়নিক সারের প্রয়োজনটা মিটবে ? নাকি আলাদাভাবে ইউরিয়া দরকার আছে ?
সিলভার কার্প থাকলে দরকার হবে।
স্যার খড় সার ছিটানোর কতদিন আগে বা পরে দেব এবং খড় কত আটি দেব
বিঘায় ২৫-৩০ আটি খড়ের সাথে ৫ কেজি DAP দিলেই হবে।
চাৰ
আমি India থেকে আপনাৰ video দেখি
ধন্যবাদ ভাই।
পুকুরে মাছ থাকলে কি সার প্রয়োগ করা যায়
apnak equation korbo ki vabe wab saide ta ki
স্যার ডেপ সার শতকে কতটুকু দেওয়া যাবে??
ভাই আমারও জানা দরকার,, ধন্যবাদ
Sir, amar pukure jale lal staar hoyeche, kibhabe, eta nirmul karbo, aktu janaben.
Thankyou
স্যার আসসালামুআলাইকুম,, স্যার পুকুরে মাছ থাকাকালিন অবস্হায় ৫০ গ্রাম ইউরিয়া ৫০ গ্রাম টি এস পি দিতে হবে প্রতি সপ্তাহে আসলে বিষটি কি এমন। প্লিজ জানাবেন।
জী, ঠিকই ধরেছেন।
5 bigha pukure only grass crap( puna 100 gram size )dile valo fol puwa jabe kina..plz reply
এরা রোগের প্রতি সংবেদনশীল। মোটামুটি ১২-১৫ টা পর্যন্ত শতকে সম্ভব যদি প্রচুর ঘাস দেয়া যায়।
আমার পুরানো পুকুরে এবছর রুই-কাতলা ছেড়েছি কিন্তু সেই পুকুরে থাকা পূর্বের টাকি-মাছ কেন প্রতিদিন ৪/৫টা করে মরে যাচ্ছে?
আবার এবছরের নতুন পুকুরে রুই-কাতলার চারা ছেড়েছি, কাল দেখলাম একটা সাপ ও একটা ব্যাঙ্গ মরে ভেসে ঊঠেছে!
সম্ভাব্য কারণটা কি হতে পারে? দয়া করে আমাকে আপনার সুচিন্তিত মতামত জানালে খুব উপকৃত হোই।
শুধু মৃত্যুর সংবাদ শুনেই মৃত্যুর কারন বলার চেষ্টা করাটা আমার জন্য অপরাধ নয় কি!
স্যার,আসসালামুআলাইকুম
আমি রেজাউল ইসলাম-বাগেরহাট
আমার কৈ মাছের বানিজ্যিক চাষ
খাবার গ্রহনের পরিমান কমে যাওয়ায়
হ্যাচারির মালিক পরামর্শ দেন
লবন এবং পটাশ সার গুলিয়ে প্রয়োগ করতে
দয়াকরে বলবেন এটা যৌক্তিক কিনা?
খাবার খাওয়ার পরিমান কমে গেলে কি করবো?
আমি একেবারেই নতুন চাষি।
প্রিয়
আসসালামুয়ালাইকুম ।
ইউরিয়া ।পটাস।ডিএপি।
কি একসাথে গুলিয়ে দেব।।
কুমিল্লা বুড়িচং থেকে ।।।
দিয়ে দিন।
ধন্যবাদ প্রিয় ।।।
Hello Sir i donot understand Bangladeshi. But i follow you. Is the 50gram dosage per acre or 100m2. Tsp is not avilable, can use DAP ?
Per SATAK
মাগুর মাছ বা শিংক মাছের দিতে পারবো কি,, স্যার
না।
পুকুরে গ্যাস হলে কি করতে হবে দয়া করে জানাবেন কি?
লোক নামিয়ে তলার গ্যাস বের করে দেবার ব্যবস্থা নিন।
জৈব সার হিসাবে খৈল শতাংশে কতটুকু দিতে হবে
সার কতদিন পর পর দিতে হয় জানাইবেন দয়া করে
Thank you sir. কতোটুকু পানিতে গুলিয়ে দেয়া যেতে পারে?
Shawon Mahfuj
গুলে যেতে যত টুকু পানি দিলে ভাল হয়।
sir জৈব সার বলতে কি বুঝায়
স্যার, রাসায়নিক সারের সাথে জৈব সার বা খড় কিভাবে মিকচার করতে হবে??
পাশাপাশি দিলেই হবে।
শিং মাগুর পাবদা বাংলা পুকুরে কি সার দেয়া যাবে স্যার?????
না।
দাদা আমি বলছি মৈয়া খল পুকুরে কেমন করে দিতেহয় আমাকে একটু বলবেন
Pukur e fotkiri ki deoa jbe?
Nomaskar sir. Ami India theke bolchi. Amar pukure 12din age poriman moto gubor sir diyechi to akhon ki sudhu D. A. P uria abong potas sari diya jabe ki na please janaben. Ar age ami onek comment korichi kintu apni kono answer Denni. Kindly amar ai answer ta diben.
গোবর/জৈব সারের পাশপাশি রাসায়নিক সার দিতে হবে। শুধু রাসায়নিক সারের কার্যক্ষমতা নাই।
মিছ্র চাষের বেলায় কি এই পরিমাণ সার দেওয়া যাবে । যেমন ঃ আমার পুকুরে রুই কাতলা গ্লাস কাপ ও মাগুর মাছ আছে
জী, যাবে।
আমার পুকুর এর মোট আয়তন 200 শতাংশ, পানির ঘনত্ব 10 ফুট পুকুর প্রস্তুতির সময় প্রতি শতাংশে আড়াই কেজি করে চুন দেয়া হয়েছে, এখন আমি চাচ্ছি ধানী পোনা ছাড়ার জন্য তাতে মোট 200 শতাংশে মিশ্র মাছের ধানী পোনা কত কেজি ছাড়বো আমাকে জানালে আমি খুবই উপকৃত হব স্যার
শতকে ৪-৫ কেজি করে দিতে পারেন
রেনু মাছকে কি এই খাবার দেওয়া যাবে,?
স্যার কিছু বলার নেই,শুধু বলবো স্বুথ্ব্য থাকুন,স্রষ্টা অাপনার মঙ্গল করুন!
আল্লাহ্ আপনাদের মঙ্গল করুন।
মাছকে খাবার দেওয়ার সঠিক সময় কোনটি?
কোন মাছ কে?
কেউ কি আমাকে একটু জানাবেন মাছ চাষ ও বিক্রি করার জন্য কি কি সনদ বা লাইসেন্স প্রয়োজন হয় এবং তা কথার থেকে নিবো ?
গোবর সার কি পরিমাণ দিবো পুকুরে,,,,,,, জানাবেন প্লিজ,,,,
আর কি পরিমাণ গোবর দিব পুকুরে,,,
পাংগাস, রুই, কাতল, কারফু এই মাছগুলোর চাষে কি এই সার গুলো দেয়া যাবে? রিপ্লাই করবেন প্লিজ।
যদি হাল্কা মাত্রা্য ( শতকে -২৫০/৩০০) মজুদ করে থাকেন তাহলে পারেন।
Onek dhonnobaad apnake.
Dis Goalpara Assam SAR ami nutun mas chashi korar poruti niyase 30 biga ariya amar joler Toler Soho mati kalo panir Kalar anarjono Ami ki kortepari Asha Kori SAR poramosho pamu
ভিডিও গুলি দেখতে পারেন।
Sir I have pound. But pound in side so many sanail. How i can kill it. Please u tell me. Please.
স্যার আমি পতি মাসে ২০০ গাম চুন২০০গাম লবন খোল গোবর ৫ দিন পচিয়ে ডি এ পি গুলিয়ে মিশিয়ে পুকুরে ছিটিয়ে দিই এখানে কি অন্য কোনো সারের পয়োজন আছে
না দরকার নাই।
কোন সার দিবো পরিস্কার বলে দিবেন স্যার
স্যার, আপনার কাছে জানতে চাই ডি এ পি সারটা ভালো কোন দেশের টা
ডিএপি এর মধ্যে ভেজাল হয় না।
সার পটাস কি,,,? পুকুর প্রস্তুতি এর সময় সবাই পতাস দেয় অই তা কি
Rohu o Karla mach barita chas hobe ki
Love you sir
কতটুক সময় গুলিয়ে রাখতে হবে
অসাধারণ মাশাল্লাহ
i guess im asking randomly but does anybody know of a tool to get back into an instagram account?
I somehow forgot my login password. I appreciate any assistance you can give me!
@Abraham Javier Instablaster ;)
@Hugo Forest thanks so much for your reply. I found the site on google and im trying it out now.
I see it takes a while so I will get back to you later with my results.
@Hugo Forest It did the trick and I now got access to my account again. Im so happy:D
Thanks so much you really help me out!
@Abraham Javier Glad I could help :)
sir, potash dile ki mass shokto hoie jay ?
না।
@@abeedlateef8059 sir , TSP + Uria beshi upokari or TSP+ MOP beshi upokari
জৈব সার হিসেবে কি খৈল ব্যবহার করা যাবে??
যাবে।
স্যার, কোন সার কতো গ্রাম দিতে হবে বলেন স্যার।
ডি এ পি সার কতো গ্রাম।
Why putting chemical fertilizers (as UREA/ DAP/phosphate/POTAS) in POND is useless if we are not putting joibo sar?
হ্যা ভাই।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু স্যার আমি ইস্ট ব্যবহার করিনি ইস্ট ব্যবহার করতে চাচ্ছি এটা কি ফিটের সঙ্গে মিক্সচার করে দিব শতকে কতটুকু দিব প্রতিদিন না সপ্তাহে একটু পদ্ধতিটা জানাবেন স্যার প্লিজ
আমি এরকম কোন পরামর্শ দেই নাই ভাই।
Sir application per 100sqft or 100sqm???
স্যার শৌল মাছের প্রজনন কাল বাংলা কোন মাস থেকে