কিতাবুল মোকাদ্দসের অর্থ বোঝা | Understanding the Meaning of the Holy Scriptures

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 17

  • @Faranchristian
    @Faranchristian 2 месяца назад +1

    Praise the Lord ❤

    • @ProkashitoSotto
      @ProkashitoSotto  2 месяца назад

      ধন্যবাদ ভাই, সত্যের সাথেই থাকুন সর্বদা।

  • @KamruFaranChristian
    @KamruFaranChristian 2 месяца назад +1

    Preach the Lord ❤

    • @ProkashitoSotto
      @ProkashitoSotto  2 месяца назад

      ধন্যবাদ ভাই, আসুন সত্যের সাথেই থাকি www.youtube.com/@ProkashitoSotto/videos

  • @KaliRam-gd7im
    @KaliRam-gd7im 2 месяца назад +1

    Praise,the,lord,,,ভাইয়া,,আমি,ভারত, থেকে বলছি ❤❤❤❤❤

  • @kamrulkeya
    @kamrulkeya 2 месяца назад

    Nice 😊

  • @Taifurrahman1000
    @Taifurrahman1000 2 месяца назад +1

    নবি ইসা আ: ও আমাদের নবি মুহাম্মাদ সা: এর অনুসরণ করবে কিয়ামতের পূর্বে তাহলে আপনারা কেন কালিমা পড়ে ইসলামের ছায়াতলে আসছেন না?

    • @ProkashitoSotto
      @ProkashitoSotto  2 месяца назад +1

      ভাই আপনার কাছে একটা সাধারন প্রশ্নঃ মোহাম্মদ সাধারন মানুষের মত মারা গেছেন আর এখন কবরে শুয়ে আছেন আর কুরআন বলে যে তাঁর কি হবে তা তিনি নিজেই জানেন না। অন্য দিকে ঈসা মসীহ এখন বেহেস্তে আছেন মাবুদের সাথে আছেন। তাহলে কে কাকে অনুসরন করবে বলে আপনার মনে হয় ভাই? আসুন সত্য জেনে নিজেকে মুক্ত করি এসব ভ্রান্ত শিক্ষা থেকে, আরো জানতে আমাদের ভিডিও দেখুনঃ www.youtube.com/@ProkashitoSotto/playlists

    • @ProkashitoSotto
      @ProkashitoSotto  2 месяца назад

      (188
      قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ ۚ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
      আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়বের কথা জেনে নিতে পারতাম, তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে আমার কোন অমঙ্গল কখনও হতে পারত না। আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ঈমানদারদের জন্য।
      (80
      اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ إِن تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَن يَغْفِرَ اللَّهُ لَهُمْ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَفَرُوا بِاللَّهِ وَرَسُولِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
      তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর আর না কর। যদি তুমি তাদের জন্য সত্তর বারও ক্ষমাপ্রার্থনা কর, তথাপি কখনোই তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তা এজন্য যে, তারা আল্লাহকে এবং তাঁর রসূলকে অস্বীকার করেছে। বস্তুতঃ আল্লাহ না-ফারমানদেরকে পথ দেখান না।
      প্রিয় ভাই উপরের দুটি কুরআনের আয়াত থেকে কি বোঝা যায়? মাবুদ আল্লাহ্‌ মোহাম্মদকে উপরের কথা গুলো বলেছিলেন। যদি আপনি সত্য বুঝতে চান তো মোহাম্মদের ক্ষমতা কতটুকু তা নিজে থেকেই বুঝতে চেষ্টা করেন? আর ঈসা মসীহ কে তা কি জানেন ভাই? prokashitosotto.com/isa-masih-ke/ এখানে পড়তে পারেন। তিনি বলেন আমিই শুরু ও শেষ। তিনি আরো বলেন আমিই পথ সত্য আর জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউ পিতা আল্লাহর কাছে যেতে পারে না। আর তাছাড়া কুরআন বলেন যে ঈসা মসীহ হলেন আল্লাহর রুহু সেজন্য তাঁকে রুহুলুল্লাহ বলা হয় এবং তিনি কাল্লাহর কালাম সেজন্য তাঁকে কালেমাতুল্লাহও বলে। এবার আপনার সাধারন চিন্তা কি বলে ভাই? কে কার উম্মত হবে? আসুন সত্য জানি ও নিজেকে মুক্ত করি। আরো জানতে আমাদের ভিডিও টি দেখুনঃ ruclips.net/video/AL_heeFIvcU/видео.html&pp=iAQB
      প্রিয় ভাই নিচের আয়াত টি পড়ুনঃ
      (188
      قُل لَّا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ ۚ إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِّقَوْمٍ يُؤْمِنُونَ
      আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ চান। আর আমি যদি গায়বের কথা জেনে নিতে পারতাম, তাহলে বহু মঙ্গল অর্জন করে নিতে পারতাম, ফলে আমার কোন অমঙ্গল কখনও হতে পারত না। আমি তো শুধুমাত্র একজন ভীতি প্রদর্শক ও সুসংবাদদাতা ঈমানদারদের জন্য।
      এই কথা আল্লাহ মোহাম্মদকে বলছেন। এবং এই আয়াত অনুযায়ী মোহাম্মদের কি হবে সেটি তো উনি নিজেই জানেন না ভাই তাহলে আপনার জান্নাত কিভাবে হবে? আসুন সত্য জানি ও মুক্ত হই/ আরো জানতে আমাদের লিখুনঃ ruclips.net/video/AL_heeFIvcU/видео.html&pp=iAQB
      ruclips.net/p/PLk7rwna4fbCsL0zK-_hkQg9Tc6Pe2c_C6