সহজ মানুষ
সহজ মানুষ
  • Видео 12
  • Просмотров 4 593 583
Additional | আশা পূর্ণ হলো না - ফরিদা পারভীন | Representing Abu Musa's Illustration Of Lalon
আবু মুসাঃ heylink.me/abumusa
গানের কথাঃ
আশা পূর্ণ হল না আমার মনের বাসনা।।
বিধাতা সংসারের রাজা,
আমায় করে রাখলেন প্রজা।।
কর না দিলে দেয়গো সাজা।।
কারো দহাই মনে না।।
আমার মনের বাসনা...
আশা পূর্ণ হল না আমার মনের বাসনা।
বাঞ্ছা করি যুগল পদে,
সাধ মিটাবো ঐ পদ সেধে।।
বিধি বৈমুখ হল তাতে।।
দিল সংসার যাতনা।।
আমার মনের বাসনা...
আশা পূর্ণ হল না আমার মনের বাসনা।
পড়ে গেলাম বিধির বামে,
ভুল হল মূল সাধনে।।
লালন বলে এই নিদেনে।।
মুর্শীদ ফেলে যেও না।।
আমার মনের বাসনা...
আশা পূর্ণ হল না আমার মনের বাসনা ।।
Просмотров: 1 501

Видео

লালন গীতি | সহজ মানুষ - ফরিদা পারভীন | সহজ মানুষ
Просмотров 10 тыс.Год назад
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রোকনুজ্জামান রাফি ও মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Poco X2 গানের কথাঃ সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে। পাবিরে অমূল্য নিধি বর্তমানে পাবে বর্তমানে সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্যজ্ঞানে।। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি মরিলে সব হবে মাটি ত্বরায় এই ভেদ লও জেনে...
লালন গীতি | কি সন্ধানে যাই সেখানে - ফরিদা পারভীন | সহজ মানুষ
Просмотров 9 тыс.Год назад
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Poco X2 গানের কথাঃ কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। আঁধার ঘরে জ্বলছে বাতি দিবা রাতি নাই সেখানে।। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবিনে। ধনীর ভারা যাচ্ছে মারা পরে নদীর তোড় তুফানে।। রসিক যারা চতুর তারা তারাই নদীর ধারা চেনে। উজান তরী যাচ...
লালন গীতি | সত্য বল সুপথে চল ওরে আমার মন - ফরিদা পারভীন | সহজ মানুষ
Просмотров 6 тыс.Год назад
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Poco X2 গানের কথাঃ সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দরশন ওরে আমার মন... সত্য বল সুপথে চল ওরে আমার মন। খরিদ্দার মহাজন যে জন বাটখারাতে কম তারে কসুর করবে যম। গদিয়ান মহাজন যেজন বসে কেনে প্রেমরতন।। পরের দ্রব্য পরের নারী হরণ করোনা পারে যেতে পারবে...
লালন গীতি | যেখানে সাঁইর বারামখানা - ফরিদা পারভীন | সহজ মানুষ
Просмотров 12 тыс.2 года назад
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Poco X2 গানের কথাঃ শুনিলে প্রাণ চমকে উঠে দেখতে যেমন ভুজঙ্গনা। যেখানে সাঁইর বারামখানা।। যা ছুঁইলে প্রাণে মরি এ জগতে তাইতেই তরী বুঝেও তা বুঝতে নারী কীর্তিকর্মার কি কারখানা।। আত্নতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে কুবৃক্ষে সুফল পেয়েছে আমার ম...
লালন গীতি | মানুষ গুরু নিষ্ঠা যার - ফরিদা পারভীন | সহজ মানুষ
Просмотров 376 тыс.3 года назад
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Xiaomi Redmi 4X গানের কথাঃ সর্ব সাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার (ভবে)।। নদী কিংবা বিল বাঁওড় খাল, সর্বস্থলে একই এক জল। একা মেরে সাঁই হেরে সর্ব ঠাঁই, মানুষ মিশিয়া হয় বিধান তার মানুষ গুরু নিষ্ঠা যার (ভবে)।। নিরাকারে জ্যোতির্ময় যে, আ...
সহজ মানুষ - Channel Trailer
Просмотров 5 тыс.3 года назад
"ফোনে গান শুনতে শুনতে সিগারেট খেতে খেতে ঘুরে বেড়ান এরকম চরিত্র আমাদের সমাজে অনেকেই রয়েছেন। তাদের উপর ভিত্তি করেই মূলত এই চরিত্রের উদ্ভব। তবে আমাদের এই চরিত্রটি লালনপ্রেমী। তিনি শুধু লালনের গান শোনেন। আধুনিকতাবর্জিত বিশুদ্ধ লালনের গান। এবং গানের কথাগুলো তিনি গভীরভাবে চিন্তা করেন। সেজন্য তার সিগারেটের প্রয়োজন হয়। সেইসাথে তিনি ঘুরে ঘুরে খুঁজে বেড়ান বিভিন্ন প্রশ্নের উত্তর। তবে একদিন তার সিগারেটের প...
লালন গীতি । অবোধ মন তোরে আর কি বলি - ফরিদা পারভীন । সহজ মানুষ
Просмотров 170 тыс.3 года назад
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Xiaomi Redmi 4X গানের কথাঃ অবোধ মন তোরে আর কী বলি। পেয়ে ধন সে ধন সব হারালি।। মহাজনের ধন এনে, ছিটালি রে উলুবনে। কী হবে নিকাশের দিনে সে ভাবনা কই ভাবলি।। সই করিয়ে পুঁজি তখন আনলি রে তিন রতি এক মণ। ব্যাপার করা যেমন তেমন আসলে খাদ লাগালি।। করলি ভালো ...
লালন গীতি | আমি অপার হয়ে বসে আছি - ফরিদা পারভীন | সহজ মানুষ
Просмотров 746 тыс.3 года назад
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Xiaomi Redmi 4X গানের কথাঃ আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়।। আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিলো পাটে। তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়।। নাই আমার ভজন সাধন চিরদিন কুপথে গমন। নাম শুনেছি পতিত পাবন তাইতে দেই দোহাই।। অগতির না দ...
লালন গীতি | পাবে সামান্যে কি তার দেখা - ফরিদা পারভীন | সহজ মানুষ
Просмотров 214 тыс.3 года назад
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Xiaomi Redmi 4X গানের কথাঃ পাবে সামান্যে কি তার দেখা বেদে নাই যার রূপরেখা।। কেউ বলে পরম ইষ্টি কারো না হইলো দৃষ্টি। বরাতে দুনিয়া সৃষ্টি তাই নিয়ে লেখাজোখা।। নিরাকার ব্রহ্ম হয় সে সদাই ফেরে অচিন দেশে। দোসর তার নাইকো পাশে ফেরে সে একা একা।। কিঞ্চিত ...
লালন গীতি | বাড়ির কাছে আরশিনগর - ফরিদা পারভীন | সহজ মানুষ
Просмотров 2,9 млн3 года назад
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Xiaomi Redmi 4X গানের কথাঃ বাড়ির কাছে আরশিনগর সেথা এক পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তাঁরে।। গেরাম বেড়ে অগাধ পানি নাই কিনারা নাই তরণী পারে। বাঞ্ছা করি দেখব তারে কেমনে সে গাঁয় যাই রে।। কি বলবো সেই পড়শির কথা হস্তপদ স্কন্ধমাথা নাইরে। ক্ষণেক ...
লালন গীতি | আমার মন চোরারে কোথা পাই - চন্দনা মজুমদার | সহজ মানুষ
Просмотров 134 тыс.3 года назад
অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Xiaomi Redmi 4X গানের কথাঃ কোথা যাই মন আজ কিসে বুঝাই আমার মন চোরারে কোথা পাই।। নিষ্কলঙ্ক ছিলাম ঘরে কিবা রূপ নয়নে হেরে, প্রাণে তো আমার ধৈর্য নাই।। ও সে চাঁদ বটে কি মানুষ দেখে হলাম বেহুঁশ। থেকে থেকে ঐরূপ মনে পড়ে তাই।। রূপের কালে আমায় দংশিলে উঠিল...